বিপিএলের প্রাইজমানি এত কম কেন?

Dhaka Post Desk

স্পোর্টস ডেস্ক

২৩ ডিসেম্বর ২০২১, ০৪:০৮ পিএম


বিপিএলের প্রাইজমানি এত কম কেন?

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর মাঠে গড়ানোর আর মাসখানেকও বাকি নেই। কিন্তু এখনও হয়নি প্লেয়ার্স ড্রাফট। জানা যায়নি কোন বিদেশি খেলছেন কোন দলে। এর মধ্যে অবশ্য ঘোষণা করা হয়েছে বিপিএলের প্রাইজমানি। কিন্তু সেটা কেবল ১ কোটি টাকা। 

অন্য বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগের তুলনায় যা অর্ধেকেরও কম। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে আলোচনাও হচ্ছে বেশ। এই ব্যাপারে বিসিবির ব্যাখ্যা কী? বৃহস্পতিবার সাংবাদিকদের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, আগামী বছর থেকে এসব পরিকল্পনা হবে আরও ভালোভাবে।
  
তিনি বলেছেন, ‘আপনারা জানেন এটা একটা ওয়ান অফ ইভেন্ট হচ্ছে। সেভাবেই এটা পরিকল্পনা করা। অনেক কিছু আছে, যেটা আমাদের ইতোপূর্বের যে পরিকল্পনা ছিল এবং বিপিএলের নির্ধারত মডিউম ছিল, লং টার্ম একটা...আমাদের আগামীতে পরিকল্পনা আছে শুরু করবো। তখন হয়তো এই বিষয়গুলো আরও বড় আকারে দেখা যেতে পারে।’

বিপিএলের সঙ্গে একই সময় মাঠে গড়াবে পাকিস্তান প্রিমিয়ার লিগও। আছে ক্রিকেটারদের আন্তর্জাতিক ব্যস্ততা। এমন সময় বিদেশিদের সাড়া কেমন পাচ্ছে বিসিবি? এ নিয়ে অবশ্য স্পষ্ট করে কিছু বলতে পারলেন না বিসিবির সিইও। 

তিনি বলেছেন, ‘আপনারা জানেন যে বিদেশি ক্যাটাগরিতে আমরা একটা সিদ্ধান্তে এসেছি যে ড্রাফটের বাইরে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ৩ জন করে বিদেশি খেলোয়াড় নেওয়ার সুযোগ রয়েছে। সুতরাং তাদের সাথে কি চুক্তি হচ্ছে কিংবা কারা আসছে এ বিষয়গুলো আমাদের যে নির্ধারিত সময় আছে ড্রাফটের তার আগেই জানতে পারবো। এটা হচ্ছে বিদেশীদের ক্ষেত্রে, ড্রাফটে কারা থাকবে বিদেশি সেটা হয়তো আমরা কালকে বুঝতে পারবো কারা থাকে, কারা উইথড্র করে। এখনই ফাইনালি কিছু বলা যাচ্ছে না।’

এমএইচ

Link copied