বিপিএলে মাশরাফি ঢাকায়, একই দলে তামিম-রিয়াদ

Dhaka Post Desk

ক্রীড়া প্রতিবেদক

২৭ ডিসেম্বর ২০২১, ০১:১৫ পিএম


বিপিএলে মাশরাফি ঢাকায়, একই দলে তামিম-রিয়াদ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল অধিনায়ক তিনি। এবারও আছেন ক্যাটাগরি ‘এ’ তে। কিন্তু কেউ তাকে দলে ভেড়ায়নি ড্রাফটের আগে। ড্রাফট থেকেই দল পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা। আসন্ন বিপিএলে তিনি খেলবেন ঢাকার হয়ে। একই দলে আছেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ।

প্রথম রাউন্ডে তাকে দলে নেয়নি কেউ। দ্বিতীয় রাউন্ডের প্রথম ডাকে মাশরাফি বিন মুর্তজাকে নেয় বিসিবির অধীনে থাকা দলটি। প্রথম রাউন্ডে তারা দলে নিয়েছে তামিম ইকবালকে। ড্রাফটের আগেই মাহমুদউল্লাহ রিয়াদকে নিশ্চিত করে তারা।

রিয়াদ ও তামিম এখন বাংলাদশের যথাক্রমে টি-টোয়েন্টি ও ওয়ানডে অধিনায়ক। মাশরাফিও দীর্ঘদিন ছিলেন নেতৃত্বে। তিন অধিনায়ককে নিয়ে বেশ শক্ত দল গড়েছে ঢাকা।

এছাড়াও দলটিতে আছেন অভিজ্ঞ পেসার রুবেল হোসেন ও অলরাউন্ডার ‍শুভাগত হোম। ড্রাফটের ২৪ ঘণ্টা আগে বদলে যায় ঢাকার মালিকানা। গ্যারান্টি মানি না দিতে পারায় রুপা ও মার্নকে বাদ দিয়ে নিজেরাই মালিকানা নেয় বিসিবি।

এমএইচ/এটি

Link copied