টেলরকে ‘গার্ড অব অনার’ দেওয়া মুমিনুলের কাছে বিশেষ কিছু

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

১১ জানুয়ারি ২০২২, ০৩:৩১ পিএম


টেলরকে ‘গার্ড অব অনার’ দেওয়া মুমিনুলের কাছে বিশেষ কিছু

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন রস টেলর। বাংলাদেশের বিপক্ষে খেলে ফেললেন ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ। এই দিনটির কথা কখনোই ভুলতে চাইবেন না টেলর। তার বিশেষ মুহূর্ত আরো বেশি রঙিন করেছেন মুমিনুল হকরা। ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিনে টেলর ব্যাটিংয়ে নামলে গার্ড অব অনার দেয় বাংলাদেশ দল। টেলরের মতো ‘কিংবদন্তি’ ক্রিকেটারকে সম্মাননা জানানো বিশেষ কিছু বললেন অধিনায়ক মুমিনুল।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ইনিংস এবং ১১৭ রানে হারের পর টেলর প্রসঙ্গে মুমিনুল বলছিলেন, ‘আমরা প্রথম দিন আভাস পেয়েছি চতুর্থ ও পঞ্চম দিন বৃষ্টি হতে পারে। প্রথম টেস্টেই আমরা সিদ্ধান্ত নিই, যেহেতু এটা রস টেলরের শেষ টেস্ট হতে যাচ্ছে তাই তাকে আমরা সম্মান জানাব। এ কারণেই গার্ড অব অনার দেওয়া, সবাই চিয়ার আপ করেছে, এটা নিয়ে সবাই খুশি। অধিনায়ক হিসেবে আমার জন্যও এটা বিশেষ কিছু।’

যোগ করেন মুমিনুল, ‘আমাদের বেড়ে ওঠার সময়টাতেই দেখেছি তিনি নিউজিল্যান্ডের হয়ে খেলছেন। আমি মনে করি তিনি নিউজিল্যান্ডের একজন কিংবদন্তি। আমরা সবসময় দেখে আসছি তার ক্যারিয়ারে সে দুর্দান্ত করেছে নিউজিল্যান্ডের হয়ে। সে যেভাবে শেষ করেছে, আমরা তাকে ভালোবাসি, আমরা তাকে মিস করবো। সবাই তাকে মিস করবে, বিশেষ করে নিউজিল্যান্ড। সব কিছুর জন্য আপনাকে ধন্যবাদ রস। আপনার পরবর্তী জীবনের জন্য শুভ কামনা।’

বাংলাদেশ ইনিংস ব্যবধানে হারায় দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পাননি টেলর। ক্যারিয়ারের শেষ টেস্টে থামেন ২৮ রানে। বাংলাদেশের হার একরকম নিশ্চিত হওয়ায় কিউই সমর্থকরা চাচ্ছিলেন টেলরকে বোলার হিসেবে দেখতে। ব্ল্যাকক্যাপস অধিনায়ক টম লাথাম সে সুযোগ করে দিয়েছেন। তাতে সফল হন টেলর। অফ স্পিনে শেষ ব্যাটসম্যান হিসেবে ফেরান এবাদত হোসেনকে। এটি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের তৃতীয় উইকেট।

লাথাম বলেন, ‘টেলরকে বোলিংয়ে আনার জন্য দর্শক, এমনকি অন্য খেলোয়াড়রাও চাপ দিচ্ছিল। তবে এখানে আম্পায়ারদেরও ভূমিকা আছে। তারা বলছিল, অন্ধকার হয়ে আসছে তাই আর পেসার দিয়ে বোলিং করানো যাবে না।’ 

টিআইএস/এনইউ/এটি

Link copied