ডিআরএস আনতে হাল ছাড়েনি বিসিবি

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

১৬ জানুয়ারি ২০২২, ০৫:৪৫ পিএম


ডিআরএস আনতে হাল ছাড়েনি বিসিবি

করোনাভাইরাসের প্রকোপের মধ্যেই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। আগামী ২১ জানুয়ারি পর্দা উঠবে বিপিএলের। তবে করোনার দক্ষিণ আফ্রিকান ধরণ ওমিক্রনের কারণে এবার বেশ সতর্ক থাকছে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। দীর্ঘদিন পর সবশেষ পাকিস্তান সিরিজে গ্যালারিতে দর্শক ফেরায় বিসিবি। এবার চেয়েছিল শতভাগ দর্শক নিয়ে বিপিএল শুরু করতে। তবে করোনার মাত্রা বেড়ে যাওয়ায় দর্শক ছাড়াই শুরু হচ্ছে বিপিএলের অষ্টম আসর।

বিসিবি অবশ্য এখনো আশাবাদী। বিপিএলের লিগ পর্ব দর্শক ছাড়া খেলানোর পর পরিস্থিতি খানিক স্বাভাবিক হলেই প্লে-অফ পর্ব থেকে গ্যালারিতে দর্শক ফেরানোর ভাবনা বোর বোর্ডের। আজ (রোববার) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা জানালেন, বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

দর্শক প্রসঙ্গে সুজন বলছিলেন, দর্শকদের ব্যাপারটা আমরা চূড়ান্ত করেছি। সরকারের সাথে কথা বলেছি। আমরা দর্শক উপস্থিতিকে নিরুৎসাহিত করছি। যদি পরিবেশ-পরিস্থিতি আমাদের অনুকূলে আসে পরবর্তী রাউন্ডে সরকারের অনুমোদন সাপেক্ষে দর্শক অনুমোদনের চেষ্টা করব।’

পাকিস্তান সুপার লিগের সঙ্গে প্রায় একই সময় মাঠে গড়াবে বিপিএল। পিএসএলের পর ড্রাফট হওয়ায় এবার বিপিএলে নেই তেমন তারকা বিদেশি ক্রিকেটারের উপস্থিতি। মাঠের ক্রিকেট শুরুর আগে বেশ রঙ হারিয়েছে এই টুর্নামেন্ট। থাকছে না ডিআরএস, ভালো মানের বিদেশি আম্পায়ার, ধারাভাষ্যকার। এজন্য পরিস্থিতিকে দুষলেন সুজন। এমনকি বিপিএল আয়োজনে বোর্ড আত্মবিশ্বাসী ছিল না বলেও জানালেন তিনি।

পিএসএলের সঙ্গে বিপিএলের তুলনা করতে না করে সুজন বললেন, ‘এখানে তুলনার কিছু নেই। একেক দেশের পরিস্থিতি একেকরকম। আমরা শেষমুহুর্তে এসে সূচি দিয়েছি। এই পরিস্থিতিতে বিপিএল করা নিয়ে আমরা আত্মবিশ্বাসী ছিলাম না। ঐ সময় হয়ত ছিল না। এ কারণে প্রোডাকশন টিম ডিআরএস নিশ্চিত করতে পারেনি।’

ডিআরএস ইস্যুতে বিসিবি এখনো হাল ছাড়েনি বলে জানালেন সুজন, ‘কাল সাথেও কথা বলেছি। আইসিসিরও একটা সোর্স আছে। আইসিসির বিভিন্ন ইভেন্টে যারা কাজ করেন তাদের সাথেও আমরা কাজ করেছি। হক আই আমাদের যা বলেছে- ৪০ থেকে ৫০ শতাংশ ম্যান পাওয়ার কাজ করছে। ওদের মোট কর্মীর অর্ধেক কাজ করছে। তার ডিস্ট্রিবিউশন নিয়ে খুব চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। তারপরও ওরা বলেছে- যেহেতু আমরা সরাসরি যোগাযোগ করছি, যদি কেউ আসতে পারে তাদের ব্যবস্থা করা যায় কি না। সেভাবেই যোগাযোগ রাখছি।’

টিআইএস/এটি

Link copied