সুযোগের অপেক্ষায় আছেন ইমন

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

২৯ জানুয়ারি ২০২২, ০৯:১২ পিএম


সুযোগের অপেক্ষায় আছেন ইমন

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য পারভেজ হোসেন ইমন এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে নাম লিখিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলে। তবে ঢাকা পর্বে খেলা নিজেদের দুই ম্যাচে একাদশে সুযোগ পাননি তিনি। চট্টগ্রাম পর্বে এখনো মাঠে নামেনি কুমিল্লা। তাদের পরবর্তী ম্যাচ আগামী ৩১ জানুয়ারি। সে ম্যাচের একাদশেও সুযোগ পাবেন কি না জানেন না ইমন। আপাতত একটা সুযোগের অপেক্ষায় আছেন তিনি।

আজ (শনিবার) চট্টগ্রামে অনুশীলন শেষে সংবাদমাধ্যমকে ইমন বলছিলেন, ‘দুর্ভাগা মনে হচ্ছে না। আমি সুযোগের অপেক্ষায় আছি। যখন সুযোগ আসবে তখন ইনশাআল্লাহ্‌ দুই হাতে কাজে লাগানোর চেষ্টা করব। কে দলে আসলো কে গেল এসব দেখছি না। আমি আমার সুযোগের অপেক্ষায় আছি।’

এবারের বিপিএলের প্রায় সব দলই ৪টা করে ম্যাচ খেলে ফেলেছে। ঢাকা আর চট্টগ্রাম খেলেছে ৫টি করে ম্যাচ। একমাত্র দল কুমিল্লা মোটে ২ ম্যাচে মাঠে নেমেছে। যেখানে ২ জয় নিয়ে আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। নিজেদের সবশেষ ম্যাচ কুমিল্লা খেলেছে গত ২৫ জানুয়ারি। ৬ দিন পর ৩১ জানুয়ারি তৃতীয় ম্যাচ তাদের। দীর্ঘ বিরতি দলের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন ইমন।

ইমনের ব্যাখ্যা, ‘বিরতি পাওয়ায় আমাদের জন্য ভালো হয়েছে। খেলোয়াড়রা বিশ্রাম পাচ্ছে, এখানকার পিচ-কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার সময় পাচ্ছে। এটা আমাদের জন্য ভালোই হয়েছে।’

চট্টগ্রাম উইকেট প্রসঙ্গে বলেন, ‘আমি আমাকে নিয়ে আত্মবিশ্বাসী। চট্টগ্রামে প্রথম দিনের দুটি ম্যাচ দেখেছি। উইকেটগুলো খুব সুন্দর, ভালো ব্যাটিং করার মত। মনে হচ্ছে এখানে ভালো কিছু হবে।’

টিআইএস

Link copied