ফের অধিনায়ক বদল চট্টগ্রামের, নতুন নেতা আফিফ

Dhaka Post Desk

স্পোর্টস ডেস্ক

০৮ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৬ পিএম


ফের অধিনায়ক বদল চট্টগ্রামের, নতুন নেতা আফিফ

বিপিএলের অষ্টম আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়কত্ব যেন রীতিমতো মিউজিক্যাল চেয়ারে পরিণত হয়েছে। একবার নয়, টুর্নামেন্টের মাঝপথে দ্বিতীয় বারের মতো পরিবর্তিত হলো দলটির অধিনায়ক। এবার দলটির নতুন অধিনায়ক হলেন আফিফ হোসেন ধ্রুব।

আজ মঙ্গলবার ঢাকার বিরুদ্ধে চট্টগ্রামের হয়ে টস করেছেন তিনি। এর আগে চার ম্যাচ অধিনায়কত্ব করার পর দলটির নেতৃত্ব হারান মেহেদি হাসান মিরাজ।এর পরের চার ম্যাচে অধিনায়কত্ব করেন নাঈম ইসলাম। এবার তাকে সরিয়ে অধিনায়ক করা হলো আফিফকে।

অধিনায়কত্বের শুরুটা অবশ্য ভালো হয়নি তার। চট্টগ্রাম অধিনায়ক ধ্রুব হেরেছেন টসে। ঢাকা অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ টসে জিতে নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।

দল:
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: চ্যাডউইক ওয়ালটন, উইল জ্যাকস, আফিফ হোসেন (অধিনায়ক), শামীম হোসেন, বেনি হাওয়েল, মেহেদি হাসান, আকবর আলী (উইকেটরক্ষক), মৃত্যুঞ্জয় চৌধুরী, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, জাকির হাসান।

মিনিস্টার গ্রুপ ঢাকা একাদশ: মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), তামিম ইকবাল, ইমরান উজ্জামান, মাহমুদুল্লাহ (অধিনায়ক), শুভাগত হোম, মোহাম্মদ নাইম, আরাফাত সানি, মাশরাফি মুর্তজা, এবাদত হোসেন, কায়েস আহমেদ, ফজল হক ফারুকী। 

Link copied