ড্রেসিংরুমে সতীর্থের সঙ্গে মারামারির খবর অস্বীকার নেইমারের

Dhaka Post Desk

স্পোর্টস ডেস্ক

১১ মার্চ ২০২২, ০৭:৪৮ এএম


ড্রেসিংরুমে সতীর্থের সঙ্গে মারামারির খবর অস্বীকার নেইমারের

রিয়াল মাদ্রিদের বিপক্ষে হতাশার এক হার। এরপর স্বাভাবিকভাবেই পিএসজির ফুটবলার, সমর্থকসহ সবাই বিধ্বস্ত। এর মধ্যেই খবর বের হয়, ড্রেসিং রুমে রীতিমতো মারামারি জড়িয়েছেন নেইমার জুনিয়র ও গোলরক্ষক জিয়ানলুইজি ডনারুমা। 

ম্যাচশেষে তারা একে-অন্যকে দোষ দিয়ে ঝামেলায় জড়ান বলে দাবি করা হয় মার্কার সংবাদে। তবে ওই ঘটনা অস্বীকার করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার ও ডনারুমা। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দুজনের কথোপকথের একটি স্ক্রিণশট প্রকাশ করেছেন নেইমার।

যেখানে দেখা যায় হোয়াটস অ্যাপ মেসেজে নেইমারকে ইতাালিয়ান গোলরক্ষক লিখেছেন, ‘নেইমার, গতকালের জন্য দুঃখিত। এই সংবাদ অগ্রহণযোগ্য।’

জবাবে ব্রাজিলিয়ান তারকা লিখেছেন, ‘বন্ধু, শান্ত থাকো। ফুটবলে এমন হয়। আমরা খুব তরুণ দল আর আমরা তোমার সঙ্গে আছি। তুমি এখনও অনেক তরুণ আর অনেক কিছু জিতবে। উঠে দাঁড়াও আর চালিয়ে যায়।’

পরে অন্য একটি জায়গায় নেইমার বলেন, ‘আমি এখানে এসে নিউজটা নিয়ে কথা বলাকে ঘৃণা করি। কিন্তু আগের পোস্টটা মিথ্যা। ড্রেসিং রুমে কোনো মারামারি হয়নি! অপদার্থ সাংবাদিকরা নিজেকে প্রমোট করতে চাইছে। পরেরটা চেষ্টা করো, ঠিক আছে।’

রিয়ালের বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে ৬১ মিনিটে যে ডনারুমার ভুলেই গোলটা হজম করেছিল পিএসজি! নিচ থেকে খেলা গড়ে ওঠার কৌশল ফলাতে বলটা গিয়েছিল ডনারুমার কাছে। তবে কারিম বেনজেমা তাকে গিয়ে চেপে ধরেন। 

তাতেই ভুলটা করে বসেন পিএসজি গোলরক্ষক। বল দিয়ে বসেন ভিনিসিয়াস জুনিয়রের কাছে। সেটাই স্কয়ার করেন তিনি, গোল করেন বেনজেমা। পিএসজির তাসের ঘরের মতো ভেঙে পড়ার শুরু সেখানেই। 

সেই নিয়েই ম্যাচের পর ডনারুমার ওপর রাগ ঝাড়তে চেয়েছিলেন নেইমার। তবে ডনারুমাও ছেড়ে কথা বলেননি। দ্বিতীয় গোলে কিছুটা ভুল ছিল নেইমারের। সেটা নিয়েই পালটা রাগ ঝেড়ে বসেন তিনি। এমন দাবি করা হয়েছিল খবরে।

এমএইচ

Link copied