হালান্ড নয়, এমবাপেকেই কিনতেন আলভেজ

কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ডের নতুন গন্তব্য কোথায়- এ নিয়ে আলোচনার শেষ নেই। দুই তারকার সঙ্গেই একটা সময় জড়িয়েছিল বার্সেলোনার নামও। যদিও টাকার অঙ্কটা বড় হওয়ায় এখন আর দৌড়ে সেভাবে নেই ক্লাবটি।
আগে থেকেই এমবাপেকে দলে নেওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রিয়াল মাদ্রিদ। হালান্ডের জন্য ছুটতে পারে ম্যানচেস্টার সিটি। তবে এই দুজনের কাউকে বেছে নিতে হলে এমবাপেকেই নিতেন বার্সেলোনার কিংবদন্তি ফুটবলার দানি আলভেজ।
তিনি বলেছেন, ‘আমি হালান্ডের জন্য সবকিছু দিয়ে দেবো না। সত্যি বলতে, আমি তার পেছনে অনেক টাকা খরচ করবো না। এমবাপের ক্ষেত্রে করব, কিন্তু হালান্ডের জন্য না। এমবাপেকে সবদিক থেকেই আরও বেশি পরিপূর্ণ মনে হয়।’
‘আপনাকে যদি বড় বিনিয়োগ করতে হয়, তাহলে সেরার জন্যই করতে হবে। যদি এই দায়িত্ব আমার হাতে থাকে, আমি এমবাপের ওপরই বাজি ধরবো।’
বার্সেলোনার প্রেক্ষাপটে আলভেজ বলেছেন, ‘ফুটবল আজকের দিনে তরুণদের সময় দেয় না। খেলাধুলা একদম শুরু থেকেই দাবি রাখে এখন। যাই হোক, আমি একজন নির্দিষ্ট খেলোয়াড়ের পেছনে অনেক টাকা খরচ করবো না।’