কাতার বিশ্বকাপ দেখতে যেতে পারবেন না ইসরায়েলের নাগরিকরা!

Dhaka Post Desk

স্পোর্টস ডেস্ক

২০ এপ্রিল ২০২২, ০৮:০৬ এএম


কাতার বিশ্বকাপ দেখতে যেতে পারবেন না ইসরায়েলের নাগরিকরা!

আগামী নভেম্বর-ডিসেম্বরে কাতারে বসছে ফুটবল বিশ্বকাপ। এই টুর্নামেন্ট দেখতে ওই সময় কাতারে আসা নিষিদ্ধ হতে পারে ইসরায়েলের নাগরিকদের জন্য। আরব নিউজের এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। তারা বলছে, নিরাপত্তার কারণে তাদের আসতে দিতে চায় না ইসরায়েলের নিরাপত্তা সংস্থা।

প্রায় ১৫ হাজারের মতো ইসরায়েলের নাগরিক বিশ্বকাপ দেখার টিকিট কেটেছেন। স্পোর্টস ট্যুরিজম অ্যাজেন্সিগুলোর ধারণা, অন্তত ২৫-৩০ হাজার নাগরিক দেশটি থেকে টুর্নামেন্টের সময় কাতারে ভ্রমণ করতে পারেন। তবে তাদের আসতে দেওয়া হবে কি না এই বিষয়ে আগামী সপ্তাহে জরুরি মিটিং ডেকেছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিল।

ইসরায়েলের সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কাতারে দেশটির নাগরিকদের জন্য নিরাপত্তা হুমকি বাড়ছে। তাদের নিরাপত্তার ব্যবস্থাও ইসরায়েল করতে পারবে না কারণ কাতারের সঙ্গে তেল আবিবের কোনো রকম কুটনৈতিক সম্পর্ক নেই। এছাড়াও কাতারকে ফিলিস্তিনের রাজনৈতিক সংগঠন হামাসের সমর্থক হিসেবে দেখছে তারা। বিশ্বকাপে ইরানের নাগরিকদের আধিপত্যও নিরাপত্তা হুমকি বাড়াচ্ছে ইসরায়েলিদের।

ইসরায়েল টুডের প্রতিবেদনে বলা হয়েছে, এটা একটি সাধারণ নিরাপত্তা চ্যালেঞ্জ না। এর জন্য কাতারের কর্তৃপক্ষের সহযোগিতা প্রয়োজন, যা নিশ্চিত নয়; যেটা প্রথম চ্যালেঞ্জ। নিরাপত্তা নিয়ে আলোচনার পর আমরা জানতে পারব এটা করা যায় কি না ও কীভাবে। ইসরায়েলি নিরাপত্তা বিবেচনায় কোনো চুক্তি না হলে, কাতার ভ্রমণ এড়ানোর সুপারিশ থাকতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও কাতারের মধ্যে ভৌগোলিক দূরত্ব কম হওয়ায় ইরান তার লাখ লাখ নাগরিককে বিশ্বকাপ দেখার জন্য পাঠাবে। এই কারণে ‘অনেক প্রতিকূল উপাদানের’ কাছাকাছি এলাকায় থাকা ইসরায়েলিদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

যদিও হাজার হাজার ইসরায়েলির দ্বিতীয় পাসপোর্ট আছে। বিদেশী পাসপোর্ট বহন করে কাতারে ভ্রমণ ও ইসরায়েলি নাগরিক হিসাবে চিহ্নিত না হয়ে সেখানে তাদের পছন্দের কিছু ম্যাচ তারা দেখতে আসবেন বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের জাতীয় দল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেনি এবার। শেষবার মেক্সিকোতে ১৯৭০ সালে অংশগ্রহণ করেছিল তারা।

এমএইচ

Link copied