স্কুল অনুষ্ঠানে ‘সাবেক’ কোচের ছেলের গায়ে বাংলাদেশের জার্সি

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

২০ এপ্রিল ২০২২, ০৭:৩৭ পিএম


স্কুল অনুষ্ঠানে ‘সাবেক’ কোচের ছেলের গায়ে বাংলাদেশের জার্সি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচ জেমি ডে’র সঙ্গে বাফুফের শেষটা ভালো হয়নি। চুক্তি থাকা সত্ত্বেও বাফুফে তাকে দায়িত্ব পালন থেকে বিরত রাখে। এই পরিস্থিতি চলছে প্রায় ৮ মাস। 

এমন পরিস্থিতিতেও বাংলাদেশের প্রতি ভালোবাসা রয়েছে জেমি ডের পরিবারের। তার ছেলে টাইলার ডে স্কুলের একটি অনুষ্ঠানে বাংলাদেশের জার্সি পরে যায়।

জেমি এই প্রসঙ্গে লন্ডন থেকে বলেন, ‘আমি বাংলাদেশে তিন বছরের বেশি সময় কাজ করেছি। আমার পরিবারও বাংলাদেশের অংশ হয়ে গিয়েছিল। তাই আমার ছেলে স্কুলের এক অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল দলের জার্সি পরে গিয়েছে।’ 

২০১৮ সালে বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছিলেন জেমি। এরপর গত বছর সাফ চ্যাম্পিয়নশিপের আগে তাকে দায়িত্ব থেকে বিচ্ছিন্ন রাখা শুরু করে বাফুফে।

জেমি ডের সঙ্গে বাফুফের চুক্তি আগস্ট পর্যন্ত রয়েছে। বাফুফে ও জেমি উভয় পক্ষই এখন চুক্তিচ্ছেদের অপেক্ষা করছে। 

এজেড/এনইউ

Link copied