ফুটবল স্টেডিয়ামে ঈদের নামাজ, ইতিহাস গড়ল ব্ল্যাকবার্ন
মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে আজ ঈদ উদযাপিত হয়েছে ইংল্যান্ডে। ইংলিশ ফুটবলের দ্বিতীয় বিভাগের দল ব্ল্যাকবার্ন রোভার্সের মাঠে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। এর আগে কখনোই ইংল্যান্ডের কোন ফুটবল স্টেডিয়ামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি।
— Blackburn Rovers (@Rovers) May 2, 2022
ঐতিহাসিক সেই মুহূর্তটি ড্রোন ক্যামেরায় ধারণ করে নিজেদের টুইটারে পোস্ট করেছে ব্ল্যাকবার্ন রোভার্স। টুইটারে সেই ভিডিওর ক্যাপশনে ইংল্যান্ডের প্রথম ক্লাব হিসেবে নিজেদের মাঠে ঈদ জামাত আয়োজনের কথাটি জানিয়েছে তারা।
আজ (সোমবার) সকালে প্রায় দুই হাজার নারী-পুরুষ সেই ঈদ জামাতে অংশ নেন।
এর আগে ব্ল্যাকবার্ন এক টুইটে ঈদ জামাতের কথা জানিয়ে সবাইকে নিজেদের স্টেডিয়াম ইউড পার্কে আমন্ত্রণ জানায়।
— Blackburn Rovers (@Rovers) May 1, 2022
এইচএমএ