ইনফান্তিনোকে এএফসির সমর্থন

২০২৩ সালে আবারও ফিফার সভাপতি পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ২০১৬ সাল থেকে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি পদে রয়েছেন ৫২ বছর বয়সী এই সুইস-ইতালিয়ান আইনজীবী। সম্প্রতি এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নির্বাহী কমিটির দশম সভায় ইনফান্তিনোর প্রার্থিতাকে পূর্ণ সমর্থন দিয়েছে এএফসি।
ইনফান্তিনোর আবারও নির্বাচন করার বিষয়টিকে স্বাগত জানিয়ে এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা বলেন, ‘এএফসি এবং এশিয়ান ফুটবল পরিবার ইনফান্তিনোর পুন:নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানায়। আমি আজকে তাকে (ইনফান্তিনো) নিশ্চিত করতে পারি যে, আমরা তার প্রার্থিতার ব্যাপারে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। গভীর সংকটের সময় বিশ্ব ও এশিয়ান ফুটবলকে অনুপ্রেরণাদায়ী নেতৃত্ব দিয়েছেন ইনফান্তিনো। এশিয়ান ফুটবলে তার সার্বক্ষণিক সহায়তার জন্য আমরা কৃতজ্ঞ।’
নির্বাহী কমিটির সভায় নতুন দুটি উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণাও দেন এশিয়ান ফুটবল প্রধান। অ্যাডভান্টেজ প্রোগ্রাম ও এক্সট্রা টাইম প্রোগ্রাম নামে প্রকল্প দুটি ছয় মাস আগে ঘোষিত বর্ধিত প্রোগ্রামের সঙ্গে মিলে এশিয়ান ফুটবলের উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তাজিকিস্তানের দুশানবেতে এএফসির এবারের নির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। এই প্রথম এশিয়ান ফুটবলের নীতিনির্ধারণী সভা আয়োজন করল মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তান।
এইচএমএ