কালবৈশাখী ঝড়ের কবলে বসুন্ধরা-মোহনবাগান ম্যাচ
২১ মে ২০২২, ০৫:৩৬ পিএম

মোহনবাগান ও বসুন্ধরা কিংসের মধ্যকার এএফসি কাপের ম্যাচ তীব্র কালবৈশাখী ঝড়ের জন্য স্থগিত রয়েছে। শনিবার ম্যাচটি নির্ধারিত সময়ে শুরু হয়। সাত মিনিটের বেশি সময় খেলাও হয়েছে। এরপর ঝড়বৃষ্টি শুরু হলে রেফারি খেলা স্থগিত করেন।
এই মুহূর্তে খেলোয়াড়েরা নিরাপদ অবস্থান করছে। রেফারি-ম্যাচ কমিশনাররা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এই ভেন্যুতে রাতে আরেকটি ম্যাচ রয়েছে এই গ্রুপের। এএফসির নিয়মানুযায়ী খেলা স্থগিত হলে আধ ঘন্টা পর পর দুই বার রেফারি ম্যাচ কমিশনার মাঠ পর্যবেক্ষণ করে এরপর সিদ্ধান্ত নেবেন৷
হঠাৎ এই ঝড় বৃষ্টিতে ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি উন্নতি হলে খেলা শুরু হতে পারে আর এমন থাকলে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সিদ্ধান্ত দেবে ঘন্টা খানেকের মধ্যে।
এজেড/এটি/এইচএমএ