সাবিনাদের সিলেটের ম্যাচ ঢাকায়, কিংসের ম্যাচ মুন্সিগঞ্জে
ক্রমেই অবনতি হচ্ছে সিলেটে বন্যা পরিস্থিতি। এই অবস্থায় ২৩ ও ২৬ জুন বাংলাদেশ নারী ফুটবল দলের মালয়েশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ সিলেট থেকে ঢাকায় স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ আজ বিকেলে এই প্রসঙ্গে বলেন, ‘সিলেটে টানা বৃষ্টি হচ্ছে। সিলেট ডিএফএ থেকে আমাদের কাছে সার্বক্ষণিক ছবি, ভিডিও দিয়ে মাঠের পরিস্থিতি দেখানো হয়েছে। বাফুফে মহিলা কমিটি সার্বিক দিক বিবেচনা করে সিলেটের ম্যাচ দু'টো ঢাকায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আয়োজন করার সিদ্ধান্ত নেয়।’ কমলাপুর স্টেডিয়ামে ফ্লাডলাইট রয়েছে। দু'টি ম্যাচই বাফুফে রাতে আয়োজন করতে চায়।
ম্যাচ দুটো যেহেতু ফিফা প্রীতি ম্যাচ, তাই ম্যাচের ভেন্যু পরিবর্তন সম্পর্কে ফিফা ও অংশগ্রহণকারী দেশ মালয়েশিয়াকে অবহিত করেছে বাফুফে। আগামীকালের মধ্যে এই দুই সংস্থার সম্মতি পাওয়ার আশা করছেন বাফুফে সাধারণ সম্পাদক।
নারী ফুটবল দলের ম্যাচ ছাড়াও ২০ জুন পুনরায় শুরু প্রিমিয়ার লিগে সিলেটে রহমতগঞ্জ ও বসুন্ধরা কিংসের মধ্যকার ম্যাচ ছিল। সেই ম্যাচের ভেন্যু ও সময় বদলেছে। সিলেট জেলা স্টেডিয়ামে রহমতগঞ্জের হোম ছিল। সেই ম্যাচটি এখন মুন্সিগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২১ জুন।
সিলেটে বন্যা পরিস্থিতি দীর্ঘায়িত হতে পারে। সেক্ষেত্রে প্রিমিয়ার লিগের ম্যাচ নিয়ে ভাবতে হচ্ছে বাফুফেকে, ‘সিলেট ভেন্যুটি ঢাকা আবাহনী ও রহমতগঞ্জের। এই দুই দলের পরবর্তী হোম ম্যাচগুলোর কি হবে এই বিষয়ে সামনে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।’
এজেড/এইচএমএ