ঢাবি আন্তঃবিভাগ ফুটবল শুরু বুধবার

সবশেষ ঢাবি ফুটবল টুর্নামেন্টে শিরোপা জিতেছিল ইসলামের ইতিহাস/ফাইল ছবি
আগামীকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২২-২৩।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আগামীকাল ১০ আগস্ট (বুধবার) বিকেল ৪টায় কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই প্রতিযোগিতা উদ্বোধন করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ফুটবল কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন।
করোনা মহামারি পরিস্থিতির কারণে দীর্ঘদিন বন্ধ ছিল এই টুর্নামেন্ট। ২০১৯ সালে সবশেষ মাঠে গড়িয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুটবল শ্রেষ্ঠত্বের এই আসর। অবশেষে আগামীকাল আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধনের মধ্যে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক ক্রীড়া কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
উল্লেখ্য, এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ৮৩ ফুটবল দল অংশগ্রহণ করবে।