হল্যান্ডেও রয়েছে বাংলাদেশের সমর্থক

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

৩০ আগস্ট ২০২২, ০৭:৩০ পিএম


হল্যান্ডেও রয়েছে বাংলাদেশের সমর্থক

জাতীয় দলের নির্ভরযোগ্য ফুটবলার তারিক কাজী ফিনল্যান্ড প্রবাসী। প্রিমিয়ার লিগ শেষে ছুটি কাটাতে ফিনল্যান্ড থেকে নেদারল্যান্ডস ঘুরতে গিয়েছিলেন। হল্যান্ডে বন্ধু-বান্ধবদের সঙ্গে ভালোই সময় কাটিয়েছেন তারিক।

বন্ধুদের আড্ডায় ফুটবলও ছিল আলোচনায়। র‌্যাঙ্কিয়ে ১৯২ অবস্থানে থাকলেও হল্যান্ডের অনেকেই বাংলাদেশের ফুটবল অনুসরণ করেন, ‘হল্যান্ড থেকে বাংলাদেশের ফুটবলে অনেকেই দেখেন। বিশেষ করে জাতীয় দলের ম্যাচ তারা আগ্রহ নিয়েই দেখে।’

তারিক কাজী ইনজুরির জন্য এশিয়া কাপ বাছাইয়ে ছিলেন না। পুনরায় জাতীয় দলে ফিরলেও তার কাছে বিশেষ কিছু মনে হচ্ছে না, ‘আসলে জাতীয় দলের অনেকেই আমার ক্লাবমেট। একই সঙ্গে ক্লাবে অনেক সময় কাটিয়েছি। ফলে আমার কাছে বিশেষ কিছু মনে হচ্ছে না।’
 
লিগের পর তিন সপ্তাহের বেশি ছুটি ছিল। তাই কোচ শুরুর কয়েকদিন ফিটনেসের উপরই কাজ করছেন বলে জানালেন তিনি, ‘এখন ফিটনেস নিয়েই কোচ বেশি জোর দিয়েছেন। কারণ আমরা বেশ কিছু দিন খেলার বাইরে ছিলাম।’

জাতীয় দলের আরেক ডিফেন্ডার রিমন হোসেন ক্যাবরেরার অনুশীলন নিয়ে বলেন, ‘আমাদের অনুশীলন ভালোই চলছে। এখন ফিটনেস পরবর্তীতে গেম প্ল্যানিংয়ে যাবেন কোচ। ভালোমতো অনুশীলন করতে পারলে আমরা ভালো কিছু দিতে পারব আশা করি।’ বাংলাদেশ দল র‌্যাংকিংয়ে ১৯২। কম্বোডিয়া ও নেপাল দুই দেশেই এগিয়ে। এ নিয়ে চাপ নিতে চান না রিমন, ‘আসলে তারা র‌্যাংকিংয়ে এগিয়ে থাকলেও আমরা মাঠে সেরাটা দিয়ে জিততে চাই। ফুটবল মূলত মাঠেরই খেলা।’

এজেড/এইচএমএ

Link copied