বাংলাদেশ দলের ক্যাম্প থেকে ছিটকে গেলেন এক খেলোয়াড়

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

০২ সেপ্টেম্বর ২০২২, ০৯:০৯ পিএম


বাংলাদেশ দলের ক্যাম্প থেকে ছিটকে গেলেন এক খেলোয়াড়

অনুশীলনে বাংলাদেশ ফুটবল দল/ফাইল ছবি

দু’টি প্রীতি ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় দল অনুশীলন করছে এখন। ২৭ সদস্যের এই স্কোয়াড থেকে গতকাল সোহেল রানা ছিটকে গেছেন। ফলে বাংলাদেশ দলে ক্যাম্পে থাকা ফুটবলারের সংখ্যা দাঁড়াল এখন ২৬-এ। 

গতকাল বাংলাদেশ দলের অনুশীলন ছিল না। গতকাল রাতেই সোহেল রানা ক্যাম্প ছেড়েছেন। আজ বিকেলে জাতীয় দলের ম্যানেজার ইকবাল হোসেন সোহেল রানার প্রসঙ্গে বলেন, ‘তার ব্যথা ছিল। এরপর এমআরআই করানো হয়েছিল। এমআরআই রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসক তাকে চার সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। কোচিং স্টাফরা গতকাল একসঙ্গে বসে তাকে ক্যাম্প থেকে ছুটি দেয়া হয়েছে।’ 

স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার অধীনে আজ বাংলাদেশ দল অনুশীলন করেছে। মিডফিল্ডার সোহেল রানা দল থেকে ছিটকে গেলেও তার পরিবর্তে নতুন খেলোয়াড় নেয়া হবে না। 

এজেড/এনইউ

Link copied