আমার ভুলের পর আরও শক্তিশালী হয়ে ফিরেছিল আর্জেন্টিনা : মেসি

Dhaka Post Desk

স্পোর্টস ডেস্ক

০১ ডিসেম্বর ২০২২, ০৩:৫০ এএম


আমার ভুলের পর আরও শক্তিশালী হয়ে ফিরেছিল আর্জেন্টিনা : মেসি

বাঁচা-মরার লড়াইয়ে ২-০ গোলে জিতে আর্জেন্টিনা শেষ ষোলোয় পা রেখেছে। পোল্যান্ডের বিপক্ষে দুই গোল পাওয়ার আগেই অবশ্য সুযোগ এসেছিল আলবিসেলেস্তেদের সামনে, পেনাল্টি পেয়েছিল দল। তবে মেসির সেই পেনাল্টি ঠেকিয়ে দিয়েছিলেন গোলরক্ষক ভয়চেখ সজেসনি। সেই পেনাল্টি মিসের পর কেমন লাগছিল মেসির? 

ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন প্রশ্নের মুখে পড়েন আর্জেন্টিনা অধিনায়ক। জবাবে তিনি জানান, নিজের ওপর রাগে মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছিল তার। বলেন, ‘পেনাল্টি মিস করে আমার খুবই রাগ হচ্ছিল।’

তবে মেসির সেই ভুলের পর আর্জেন্টিনাকে গোলের অপেক্ষা করতে হয়নি বেশিক্ষণ। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেয়ে যায় আর্জেন্টিনা। এরপর সময় যত গড়িয়েছে, দলের পারফরম্যান্সের পাল্লা ভালো হয়েছে।

এমন পারফরম্যান্স নিয়ে মেসির মূল্যায়ন, ‘আমার ভুলের পর এই দলটা দারুণ শক্তিশালী হয়ে ফিরে এসেছিল। কারণ আমরা জানতাম, প্রথম গোলটা পেলেই ম্যাচটা পুরোপুরি বদলে যাবে।’

এনইউ

Link copied