আর্জেন্টিনার ঘরে ঘরে জন্ম নিচ্ছে ‘লিওনেল’

Dhaka Post Desk

স্পোর্টস ডেস্ক

০৬ জানুয়ারি ২০২৩, ০১:০৩ পিএম


আর্জেন্টিনার ঘরে ঘরে জন্ম নিচ্ছে ‘লিওনেল’

৩৬ বছরের অপেক্ষা শেষে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। আকাশি-সাদাদের এই অপেক্ষার অবসান ঘটেছে লিওনেল মেসির হাত ধরে। বড় অবদান রেখে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পর এবার তাকে আরও বেশি আপন করে নিচ্ছেন সে দেশের নাগরিকরা। দেশটির ঘরে ঘরে এখন জন্ম নিচ্ছে ‘লিওনেল’।

মেসির শহর রোজারিও যে প্রদেশে অবস্থিত, সেই সান্তা ফে অঞ্চলে দেখা গেছে, ডিসেম্বরে জন্ম নেওয়া শিশুদের ৭০ জনের নাম রাখা হয়েছে লিওনেল। শুধু মেসির শহরেই যদি এই অবস্থা হয়, পুরো আর্জেন্টিনার অবস্থা কী হবে, বুঝুন একবার? 

শুধু ছেলে বাচ্চাদের নামই হবে লিওনেল, তা কী করে হয়? মেয়ে হলে লিওনেলা নাম রাখতেও পিছপা হননি আর্জেন্টাইন বাবা মায়েরা।

দেশটিতে লিওনেল বা লিওনেলা নাম রাখার প্রবণতা ৭০০ গুণ বেড়ে গেছে বিশ্বকাপের পর। জানাচ্ছে সেখানকার নাগরিক নিবন্ধন দফতর। 

সেখানকার পরিচালক মারিয়ানো গালভেজ সম্প্রতি সান্তা ফে এলটি৯ নামক এক রেডিও অনুষ্ঠানে জানান আরও এক তথ্য। লিওনেলের পাশাপাশি ইউলিয়ান কিংবা এমিলিয়ানো নাম রাখার প্রবণতাও বেড়ে গেছে বহুগুণে। তবে সবচেয়ে বেশি আবেদন যে লিওনেল নাম রাখারই এসেছে, তা বলাই বাহুল্য।

এনইউ

Link copied