সংবাদ সম্মেলন বাতিল করে লুকোচুরিতে বাফুফের কর্তারা

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৮ জানুয়ারি ২০২৩, ০৫:৪৪ পিএম


সংবাদ সম্মেলন বাতিল করে লুকোচুরিতে বাফুফের কর্তারা

দুপুর আড়াইটার সময় হওয়ার কথা ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বাফুফের সংবাদ সম্মেলন। তিন ঘন্টা আগে সংবাদ সম্মেলন বাতিল হয়েছে। এরপরও দুপুরে বাফুফে ভবনে সাংবাদিকরা গিয়েছিল। 

বাফুফে ভবনে আজ বুধবার নির্বাহী কমিটির কেউ আসেননি। বাফুফের প্রাত্যহিক কাজ করা পেশাদার সাধারণ সম্পাদককেও পাওয়া যায়নি বাফুফে ভবনে। উপস্থিত সাংবাদিকরা ফেডারেশনের বিভিন্ন কর্মকর্তাকে ফোন করলেও সাড়া দেননি। 

এক ঘন্টা অপেক্ষায় থাকার পর সভাপতি কাজী সালাউদ্দিন, সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের ব্যক্তিগত সচিব মিডিয়ার সামনে আসেন। তারা এসে জানান, সাধারণ সম্পাদক বাফুফের একটি কাজে বাইরে রয়েছেন ফেডারেশনে ফিরতেও পারেন আবার নাও পারেন। 

বাফুফে ভবনে যেখানে আজ আর্জেন্টিনা সফর নিয়ে সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল সেখানে উল্টো ফেডারেশনে কাউকে পাওয়া যায়নি। সাংবাদিকরা বাফুফে ভবন ত্যাগের পর একটি প্রেস বিজ্ঞপ্তি দেয়। সেখানে তারা সংবাদ সম্মেলনের বাতিলের কারণ ব্যাখ্যা দেয়নি। দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাফুফে এ নিয়ে পুর্ণাঙ্গরুপে কাজ করছে এবং যথাসময়ে সংশ্লিষ্ট সকলকে জানাবে। 

এজেড/এটি

Link copied