রাগবি দলে সাফল্য পাওয়া কোচের শরণাপন্ন হলো চেলসি

Dhaka Post Desk

স্পোর্টস ডেস্ক

০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৫ পিএম


রাগবি দলে সাফল্য পাওয়া কোচের শরণাপন্ন হলো চেলসি

কিছুতেই দুঃসময় কাটছে না ইংলিশ লিগের ক্লাব চেলসির। দলবদলের বাজারেও ঢালা হয়েছে কোটি কোটি ডলার। তবুও ভাগ্য সহায় হচ্ছে না গত বছর ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া দলটির। এতে ২১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৯ নম্বরে নেমে গেছে চেলসি। তাই এবার তারা নতুন কৌশল অবলম্বন করেছে।

নিউজিল্যান্ডের রাগবি দল ‘অল ব্ল্যাকস’র সঙ্গে এতদিন কাজ করেছেন মেন্টাল স্কিলস কোচ হিসেবে বিশ্ব ক্রীড়াঙ্গনে পরিচিত গিলবার্ট ইনোকা। তার সময়কালেই রাগবি দলটি ইতিহাসের সেরা সাফল্য পেয়েছে। ২০১১ ও ২০১৫ সালে টানা দুটি বিশ্বকাপ জিতেছে তারা। যার ফলে দলটি দীর্ঘ সময় ধরে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে অবস্থান করে।

তবে গিলবার্ট ইনোকাকে চেলসি পেয়েছে সংক্ষিপ্ত সময়ের জন্য পরামর্শক হিসেবে। কেননা এমন কার্যকর একজনকে পুরোপুরিভাবে ছেড়ে দিতে রাজি নয় নিউজিল্যান্ড রাগবি দল। এ সময়ের মধ্যে ক্লাবের ড্রেসিংরুমের পরিবেশ ও ফুটবলারদের মানসিক অবস্থার উন্নতি ঘটবে বলে আশা করছে ইংলিশ ক্লাবটি।

এর আগে গিলবার্ট ইনোকা ১৯৯৪ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত নিউজিল্যান্ড নেট বল দল এবং পরবর্তী ৭ বছর দেশটির ক্রিকেট দলের মেন্টাল স্কিলস কোচ হিসেবেও কাজ করেছেন।

এএইচএস

Link copied