২০৩০ বিশ্বকাপ আয়োজনের দৌড়ে আর্জেন্টিনাসহ চার দেশ

Dhaka Post Desk

স্পোর্টস ডেস্ক

০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৩২ পিএম


২০৩০ বিশ্বকাপ আয়োজনের দৌড়ে আর্জেন্টিনাসহ চার দেশ

গুঞ্জনটা ছিল অনেক দিন ধরেই। অবশেষে এলো আনুষ্ঠানিক ঘোষণা। ২০৩০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজনের জন্য আগ্রহ দেখিয়েছে লাতিন আমেরিকার চার দেশ আর্জেন্টিনা, চিলি, প্যারাগুয়ে ও উরুগুয়ে। 

২০২২ সালে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বসেছিল ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র জমজমাট আসর। এরই মধ্যে জানা গেছে, পরবর্তী তথা ২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে উত্তর আমেরিকার তিন দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। 

এবার আট বছর পরের বিশ্বকাপ আয়োজনের জন্য দরপত্র জমা দিয়েছে লাতিন চার দেশ। মঙ্গলবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) এক অনুষ্ঠানে চার দেশের ফুটবল কর্মকর্তা ও লাতিন আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) সভাপতি আলজান্দ্রো দোমিনিগেসের উপস্থিতিতে এই ঘোষণা দেওয়া হয়।

আরও পড়ুন: মাঠে নামছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা

২০১৭ সালে প্রাথমিকভাবে ২০৩০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করার আগ্রহের কথা জানিয়েছিল আর্জেন্টিনা ও উরুগুয়ে। পরে তাদের সঙ্গে যোগ দেয় চিলি ও প্যারাগুয়ে। ২০৩০ বিশ্বকাপ হতে যাচ্ছে শতবর্ষী আসর। এর আয়োজক নির্ধারিত হবে ২০২৪ সালে।

dhakapost
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) এক অনুষ্ঠানে চার দেশের ফুটবল কর্মকর্তা ও কনমেবল সভাপতি আলজান্দ্রো দোমিনিগেসের উপস্থিতিতে এই ঘোষণা দেওয়া হয়

১৯৩০ সালে প্রথম ফুটবল বিশ্বকাপের আয়োজক ছিল লাতিন দেশ উরুগুয়ে। এছাড়া ১৯৬২ সালে চিলি ও ১৯৭৮ বিশ্বকাপের আয়োজক ছিল আর্জেন্টিনা। আর তাই শতবর্ষ পূর্তির আসরটির আয়োজক হতে চায় তারা। 

যদিও আয়োজক হওয়ার দৌড়ে তাদের প্রতিদ্বন্দ্বিতা করতে হবে ইউরোপের দেশ স্পেন ও পর্তুগালের সঙ্গে। এছাড়া মরক্কো ও সৌদি আরবও আয়োজক হওয়ার দৌড়ে যোগ দিতে পারে। 

এফআই

Link copied