নাজমুল হুদার মৃত্যুতে মোহামেডানের শোক

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

২০ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১৪ পিএম


নাজমুল হুদার মৃত্যুতে মোহামেডানের শোক

নাজমুল হুদার পরিচয় রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেই। তবে এক সময় তিনি ক্রীড়াঙ্গনেও সম্পৃক্ত ছিলেন। তাই নাজমুল হুদার মৃত্যুতে শোক জানিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দেশের অন্যতম ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় ক্লাব মোহামেডানের গভর্নিং বডির চেয়ারম্যান ছিলেন নাজমুল হুদা। সাবেক চেয়ারম্যানের প্রয়াণে ক্লাবের পতাকা একদিনের জন্য অর্ধনমিত রাখা হয়।

বাংলাদেশ সরকারের সাবেক যোগাযোগ ও তথ্যমন্ত্রী এবং ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা (৮০) গতকাল রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন। 

ব্যারিস্টার নাজমুল হুদার মৃত্যুতে মোহামেডান পরিচালনা পর্ষদ, স্থায়ী সদস্য, সাবেক ও বর্তমান খেলোয়াড় এবং কর্মচারীবৃন্দসহ সকলেই গভীরভাবে শোকাহত। মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে ক্লাবের পক্ষ থেকে। 

এজেড/এনইআর

Link copied