সালাহ-ফন ডাইকে জয়ে ফিরল লিভারপুল

Dhaka Post Desk

স্পোর্টস ডেস্ক

০২ মার্চ ২০২৩, ০৭:২৪ এএম


সালাহ-ফন ডাইকে জয়ে ফিরল লিভারপুল

ছবি: সংগৃহীত

শুরুর ৭২ মিনিট পর্যন্ত গোলহীন ছিল দুই দল। মনে হচ্ছিল আরেকটি হতাশার রাত কাটাতে যাচ্ছে লিভারপুল। তবে এবার হার মানতে চাইলেন না মোহাম্মদ সালাহ এবং ভার্জিল ফন ডাইক। পরের ৪ মিনিটের ব্যবধানে দুজনেই গোল করে দলের জয় নিশ্চিত করেন এই দুই লিভারপুল তারকা।

এরফলে শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। এই জয়ে পয়েন্ট তালিকায় উন্নতি হয়েছে তাদের। মৌসুম জুড়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে থাকা দলটির অবস্থান এখন ছয় নম্বরে।

অন্যদিকে হেরে যাওয়া উলভসের অবস্থান সেই ১৫ নম্বরেই থাকছে। যদিও শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে এখনো ২১ পয়েন্ট পিছিয়ে আছে ‘অল রেড’রা

এদিন অবশ্য গোল আরও আগে পেতে পারত লিভারপুল, যদি লক্ষ্যভেদ করার পর সেটি অফসাইডের ফাঁদে পড়ে বাতিল না হতো। তবে এই হতাশা ম্যাচ শেষে আর থাকেনি। প্রথমে দিয়েগো জোতার ক্রসে কাছাকাছি জায়গা থেকে হেডে লক্ষ্যভেদ করেন ফন ডাইক। পরে কোস্টাস সিমিকাসের কাট ব্যাক থেকে গোল করে দলকে আরও এগিয়ে দেন সালাহ।

Link copied