জাতীয় ফুটবল দলে ৩ নতুন মুখ

মার্চের শেষ সপ্তাহে তিন জাতি সিরিজ খেলবে বাংলাদেশ ফুটবল দল। এই উপলক্ষে আজ ২৭ সদস্যের দল ঘোষণা করেছে জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। ২৭ সদস্যদের দলে রয়েছে ৩ নতুন মুখ।
ঢাকা আবাহনীর ডিফেন্ডার আলমগীর, ফর্টিজের মজিবুর রহমান জনি ও মুক্তিযোদ্ধা সংসদের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ৷ এই ৩ নতুন মুখের সঙ্গে অনেকদিন পর জাতীয় দলে ফিরেছেন আমিনুর রহমান সজীব। এছাড়া রয়েছে বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া নাইজেরিয়ান ফুটবলার এলিটা কিংসলের নামও।
২৭ জন ফুটবলারের মধ্যে সর্বোচ্চ ১২ জন বসুন্ধরা কিংসের। এরপর ঢাকা আবাহনীর ৪ জন।
২৭ সদস্যের দল
আনিসুর রহমান, তারেক কাজী, সাদ উদ্দিন, রিমন হোসাইন, বিশ্বনাথ ঘোষ, টুটুল বাদশা, তপু বর্মণ, মাশুক মিয়া, সোহেল রানা (বসুন্ধরা), রাকিবুল হোসেন, সুমন রেজা, মতিন মিয়া, সাদিদুল ইসলাম, আলমগীর মোল্লা, রহমত মিয়া, সোহেল রানা (আবাহনী), ফয়সাল আহমেদ, এলিটা কিংসলে, জামাল ভূঁইয়া (অধিনায়ক), হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, মোহাম্মদ ইবরাহিম, মিতুল মারমা, মজিবুর রহমান, মেহেদী হাসান শ্রাবন, আমিনুর রহমান, ইমন শাহরিয়ার, রবিউল হাসান।
এজেড/এফআই