প্রীতির প্রশংসায় রাশিয়ান কোচ

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

২২ মার্চ ২০২৩, ০৮:২৩ পিএম


প্রীতির প্রশংসায় রাশিয়ান কোচ

ইউরোপের দেশ রাশিয়ার দক্ষিণ এশিয়ার অভিষেকটা ভালোই হয়েছে। স্বাগতিক বাংলাদেশকে ৩-০ গোলে হারিয়ে সাফ অ-১৭ টুর্নামেন্ট শুরু করেছে তারা। বাংলাদেশ কোনো গোল না করলেও ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতির প্রশংসা করেছেন রাশিয়ান কোচ এলেনা মেদভেদ।

বাংলাদেশ ম্যাচে সমতা আনার সুযোগ পেয়েছিল। সেই সুযোগটা তৈরি করেছিলেন প্রীতিই। যদিও গোল করতে পারেননি এরপরও প্রতিপক্ষ কোচের নজরে পড়েছেন ঠিকই,‘বিশেষ করে রাইট মিডফিল্ডার (সুরভী প্রীতি) যেভাবে ছোটাছুটি করেছে আমাদের পরিকল্পনা ভেস্তে দেওয়ার জন্য, তার খেলা আমার ভালো লেগেছে।’

মাঠের প্রতিপক্ষের চেয়ে আবহাওয়ার সঙ্গেই মূলত লড়াইটা হয়েছে রাশিয়ানদের,‘আমাদেরও কিছু পরিকল্পনা ছিল, যার সবগুলো প্রয়োগ করতে পারিনি। এখানকার আবহাওয়া আমাদের জন্য কঠিন। আপনারও দেখেছেন, ম্যাচের পর মেয়েরা মাঠে লুটিয়ে পড়েছিল। কেবল আবহাওয়া নয়, সময়ের পার্থক্যও আমাদের জন্য কঠিন ছিল।’ যদিও সময়ের পার্থক্য মূলত তিন ঘন্টা ( রাশিয়া-পিটার্সবার্গ )।

কমলাপুরের টার্ফ নিয়ে অন্য দেশের মতো রাশিয়াও খানিকটা মৃদু অসন্তোষ প্রকাশ করেছে,‘আমাদের জন্য এই মাঠ যথেষ্ট ভালো নয়। আমাদের দেশে টার্ফে খেলি, কিন্তু সেগুলো এমন নয়।’

বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন রাশিয়ার মতো দলের বিপক্ষে খেলে যে অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে তাতেই খুশি, ‘আমরা প্রথম কোনো ইউরোপিয়ান দলের বিপক্ষে খেললাম। ওরা শারীরিক ও টেকনিক্যাল দিক দিয়ে অনেক এগিয়ে। এটাই আজকের খেলাতে পার্থক্য গড়ে দিয়েছে। শুরুটা বাজে ছিল, ধীরে ধীরে ওরা উন্নতি করেছে। এই ম্যাচ হারলেও আমাদের খেলোয়াড়দের আত্মবিশ্বাস বেড়েছে। ’

এজেড/এফআই

Link copied