আনচেলত্তিকে ব্রাজিলের কোচ হিসেবে চান ভিনিসিয়াস

Dhaka Post Desk

স্পোর্টস ডেস্ক

২৪ মার্চ ২০২৩, ০৭:৫৭ পিএম


আনচেলত্তিকে ব্রাজিলের কোচ হিসেবে চান ভিনিসিয়াস

ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপে ব্যর্থতার দায়ে পদত্যাগ করা ব্রাজিল কোচ তিতের স্থলাভিষিক্ত কে হবেন তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। একটা নাম অবশ্য উচ্চারিত হচ্ছে জোরেশোরে। নামটা রিয়াল মাদ্রিদের বর্ষীয়ান ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। তার বাক্সে ভোট দিলেন সময়ের অন্যতম সেরা তরুণ ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রও। 

গত বছর ষষ্ঠ শিরোপা জয়ের অভিযানে কাতারের মাটিতে বিশ্ব আসরে খেলতে গিয়েছিল ব্রাজিল। কিন্তু নাটকীয় কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে যায় তারা। এরপর সেলেসাওদের কোচের পদ থেকে সরে দাঁড়ান তিতে। তার জায়গায় এখনও পাকাপোক্তভাবে কাউকে নিয়োগ দেয়নি দেশটির সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (সিবিএফ)। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন রামোন মেনেজেস।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সিবিএফের চাহিদার শীর্ষে রয়েছেন ৬৩ বছর বয়সী আনচেলত্তি। তার সঙ্গে স্প্যানিশ লা লিগার ক্লাব রিয়ালের চুক্তি আছে আগামী ২০২৪ সাল পর্যন্ত। তবে চলমান ২০২২-২৩ মৌসুম শেষেই তাকে নিজেদের ডেরায় ভেড়াতে চায় ব্রাজিল।

আনচেলত্তির অধীনে বর্তমানে রিয়ালে খেলা ভিনিসিয়াস গত বৃহস্পতিবার ব্রাজিলিয়ান গণমাধ্যমকে বলেছেন, 'আমি এখন পর্যন্ত যত কোচ পেয়েছি, তাদের মধ্যে আনচেলত্তি সেরা। তিনি আমাকে খুবই পছন্দ করেন এবং আর এই অনুভূতিটা পারস্পরিক। আমি মনে করি, তিনি এখানে (ব্রাজিলে) খুবই উপকারী হবেন, ঠিক যেমনটা তিনি রিয়াল মাদ্রিদে আছেন।'

কেন আনচেলত্তি সেরা সেটারও ব্যাখ্যা দিয়েছেন ২২ বছর বয়সী এই তারকা, 'তিনি (আনচেলত্তি) আমার সঙ্গে যেভাবে আচরণ করেন এবং তরুণ খেলোয়াড়দের সঙ্গে যেভাবে কাজ করেন সেসব মিলিয়ে আনচেলত্তি সেরা। তার জ্ঞান এবং যে উপায়ে তিনি শেখান (সেজন্য তিনি সেরা)।' 

এইচজেএস 

Link copied