ফিফার সিদ্ধান্তে লোকসান ৪৬৫ কোটি টাকা!

Dhaka Post Desk

স্পোর্টস ডেস্ক

৩১ মার্চ ২০২৩, ০৯:৫৯ এএম


ফিফার সিদ্ধান্তে লোকসান ৪৬৫ কোটি টাকা!

খেলোয়াড়দের দলবদলে ২০২০ সালে পরিবর্তন আনে বিশ্বফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এতে করোনায় পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মিল রেখে খেলোয়াড়দের সঙ্গে ক্লাবের চলতি সম্পর্ক ও দলবদলে নতুন নিয়ম তৈরি করা হয়। এছাড়া ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণেও ফুটবলে আনা হয় বেশকিছু পরিবর্তন। যার কারণে বিশাল অঙ্কের আর্থিক লোকসানের কথা জানিয়েছে ইউক্রেনের ক্লাব শাখতার দেনেৎস্ক। তাদের দাবি, ফিফার নতুন সিদ্ধান্তে ক্লাবের ৪ কোটি ইউরো (৪৬৫ কোটি টাকা) ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মার্চ) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইউক্রেনীয় ক্লাবটি। সেখানে শাখতার জানায়, ফিফার ওই পদক্ষেপের কারণে খেলোয়াড়দের দলবদল থেকে তারা আয় হারিয়েছে এবং ‘অনেক আন্তর্জাতিক খেলোয়াড়’ ফ্রি ট্রান্সফারে ক্লাব ছেড়ে যাওয়ায় তাদের প্রায় ৪ কোটি ইউরো ক্ষতি হয়েছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক খেলোয়াড় ও কোচদের কাজের ক্ষেত্রে ফিফার নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে। এতে বিশ্বফুটবলের নিয়ন্ত্রক সংস্থার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নে একটি অভিযোগ এনেছে শাখতার।

শাখতারের সিইও সের্গেই পালকিন বলেছেন, ফিফার নেওয়া সিদ্ধান্ত বাতিল চান তারা।

অন্যদিকে, এই বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করলে বার্তা সংস্থা রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি ফিফা।

এএইচএস

Link copied