‘কিলিয়ান সেইন্ট জার্মেই’র ওপর ক্ষুব্ধ এমবাপে

Dhaka Post Desk

স্পোর্টস ডেস্ক

০৭ এপ্রিল ২০২৩, ০৪:০৫ পিএম


‘কিলিয়ান সেইন্ট জার্মেই’র ওপর ক্ষুব্ধ এমবাপে

মাঠের পারফর‌ম্যান্সে নিষ্প্রভ হয়ে পড়েছে প্যারিসিয়ান সেইন্ট জার্মেই (পিএসজি)। লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপের ক্লাবটি ফ্রেঞ্চ কাপ থেকেই আগেই বিদায় নিয়েছে। এরপর চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াইয়ে বায়ার্ন মিউনিখের কাছে তারা দুই লেগেই হারের তিক্ত স্বাদ পেয়েছে। এখন তাদের সামনে কেবল একটাই শিরোপা বাকি। লিগ ওয়ানের সেই দৌড়ে তারা এখন পর্যন্ত শীর্ষে থাকলেও দুইয়ে থাকা দলের সঙ্গে ব্যবধান সামান্য। এরই মধ্যে দলটির প্রচারের জন্য বানানো ভিডিওতে মেসি ও নেইমারকে রাখা হয়নি। যা নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা।

আরও পড়ুন : ‘দুয়ো দেওয়া ক্লাবে থাকা উচিত নয় মেসির’

এ বিষয়ে খোদ এমবাপেও ক্ষোভ প্রকাশ করেছেন। একইসঙ্গে প্যারিসিয়ান ক্লাবকে ‘কিলিয়ান সেইন্ট জার্মেই’ বানাতে নিষেধ করেন তিনি। ২০২৩-২৪ মৌসুমের টিকিট নবায়নের ব্যাপারে ওই ভিডিও প্রকাশ করে পিএসজি। যা নিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্ষুব্ধ এমবাপে লেখেন, ‌‘ক্লাবের ২০২৩-২৪ মৌসুমের টিকিটের ভিডিও আমি দেখলাম। এই ভিডিওর ব্যাপারে আমাকে কখনোই জানানো হয়নি। আর আমি এই ভিডিওর সঙ্গে একমত না। পিএসজি একটি বড় ক্লাব ও বড় পরিবার। তবে শুধুই কিলিয়ান সেইন্ট জার্মেই না।’

এমবাপের প্রতিবাদের পরই সেই ভিডিও সরিয়ে ফেলেছে পিএসজি। তবে তার এই প্রভাবে পাল্টা ক্ষোভ জানিয়ে ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফরাসি ফুটবলার ক্রিস্তফ দুগারি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টসকে বলছেন, ‘ক্লাবের উচিত এমবাপেকে এভাবে প্রকাশ্যে বার্তা দেওয়া বন্ধ করা। তুমি ক্লাব কর্তৃপক্ষকে অভ্যন্তরীণভাবে বিষয়টি জানাতে পারতে। কিন্তু এভাবে সামাজিক মাধ্যমে বলার মানে বুঝি না। এটি বন্ধ করো, এসব ইগো’র মনোভাব থামাও। তারা একের পর এক ম্যাচ হারছে। তাই পিএসজিকে মাঠে খেলতে দাও, তাদেরকে দেখাতে মূল্য দেখাতে দাও।’

dhakapost
বিশ্বচ্যাম্পিয়ন ফরাসি ফুটবলার ক্রিস্তফ দুগারি 

পিএসজি আধিপত্যের প্রতিযোগিতা বন্ধ করে এমবাপেকে খেলায় মনোযোগ দিতে বললেন সাবেক ফরাসি তারকা, ‘সে এভাবে বার্তা দেওয়ার চেয়ে প্রয়োজনে ক্লাব সভাপতিকে ডেকে বিষয়টি জানাতে পারত। কিন্তু সে পুরো বিশ্বকে বিষয়টি জানিয়ে দিয়ে বিশ্রী করে ফেলেছে, যা মোটেও মর্যাদাসম্পন্ন নয়। যেহেতু ওই বিজ্ঞাপন তৈরিতে এমবাপের অনুমোদন ছিল না, সেহেতু তার এসব নাটক করার দরকার নেই। সে ক্লাবের মার্কেটিং, যোগাযোগ, স্পোর্টিং ডিরেক্টর এমনকি তার সঙ্গে কে খেলবে না খেলবে এসবের দায়িত্ব নিতে চায়। বন্ধ করো, তুমি শুধু খেলে যাও।’

মেসির থাকা-না থাকা এখন অন্যতম আলোচিত বিষয় পিএসজিতে। আর্জেন্টাইন এই তারকা ফুটবলারের ক্লাব ছাড়া নিয়ে গুঞ্জন ডালপালা মেলছে প্রতিনিয়ত। আর চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের পর লিগ ওয়ানেও ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারছে না প্যারিসিয়ানরা।

এএইচএস

Link copied