‘রাতটি আমাদের ছিল না’

ছবি: সংগৃহীত
২১ মিনিটের মধ্যেই দুর্দান্ত দুটি গোল। এরপরও ম্যাচজুড়ে চলতে থাকল দাপট। সব মিলিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের জয় মনে হচ্ছিল স্রেফ সময়ের ব্যাপার। কিন্তু কয়েকজনের চোট আর কার্ড শঙ্কায় কয়েকটি পরিবর্তন দিয়ে কিছুটা ছন্দপতন। শেষ দিকে পরপর দুটি আত্মঘাতী গোলে জয় হাতছড়া। ঘরের মাঠে যেন পুরোপুরি হতভম্ব তারা। ম্যাচ শেষে কোচ এরিক টেন হাগ বললেন, ভাগ্যটাই তাদের সঙ্গে ছিল না।
ইউনাইটেড কোচ বলেন, 'আমার মনে হয়, ম্যাচ আমাদের মুঠোয় ছিল। তিন বা চার গোল করা উচিত ছিল আমাদের… কিন্তু কয়েকজনের চোটে পড়ার দুর্ভাগ্যজনক মুহূর্ত এলো… এরপর আমরা দুটি আত্মঘাতী গোল হজম করলাম, এটা তো স্রেফ দুর্ভাগ্য। মেনে নিতেই হবে। তবে অবশ্যই নিয়ন্ত্রণ থাকার সময়ই খেলা শেষ করে দেওয়া শিখতে হবে আমাদের।'
'দুটি গোলই ছিল দুর্ভাগ্যজনক। দুটি গোলেই বল দিক বদলে গেছে। কী আর করা যাবে! কখনও কখনও এরকম বাজে দিন ও দুর্ভাগ্য আসে। আজকের রাতটি আমাদের ছিল না।'- তিনি আরও যোগ করেন।
খেলা শেষ পর্যন্ত ড্র হলেও ছেলেদের নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন টেন হাগ। তিনি বলেন, 'আমাদের সুযোগ ছিল (ব্যবধান আরও বাড়ানোর), আত্মবিশ্বাসও ছিল এবং খেলা আমরাই নিয়ন্ত্রণ করেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সহজ দুটি গোল দিয়ে দিয়েছি।'
এইচজেএস