মার্টিনেজের পায়ে সফল অস্ত্রোপচার

কাতারে আর্জেন্টিনার বিশ্বচ্যাম্পিয়ন দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। দলের সঙ্গে মেতেছিলেন মরুর বুকে সোনালী ট্রফির জয়ের সীমাহীন উচ্ছ্বাসে। এরপর মার্টিনেজ দেশের মাটিতে অনুষ্ঠিত দুটি প্রীতি ম্যাচের দলেও ছিলেন। সেখান থেকে ক্লাবের খেলায় ফিরেই তিনি বড় ইনজুরিতে পড়েছেন। পুরো মৌসুম ছিটকে গেছেন এই আলবিসেলেস্তা তারকা। তার পায়ে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে করা একটি পোস্টে তিনি এই তথ্য জানিয়েছেন। অস্ত্রোপচার শেষে একটি হাস্যোজ্জ্বল ছবি দিয়ে মার্টিনেজ লেখেন, ‘খুব ভালোভাবেই সবকিছু হয়েছে, স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা। বার্তার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এখন সেরে ওঠার প্রতি মনোযোগ দিতে চাই।’
আরও পড়ুন >> বিশ্বকাপের আয়োজক মেসির আর্জেন্টিনা
এর আগে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ইউরোপা লিগে সেভিয়ার বিপক্ষের ম্যাচে পায়ে চোট পান মার্টিনেজ। পরবর্তীতে তিনি প্রতিপক্ষের দুজনের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন। এর দু’দিন পর ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, এই মৌসুমে আর মাঠে নামতে পারবেন না আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডার।
আয়াক্স আমস্টারডাম ছেড়ে চলতি বছরেই ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখান মার্টিনেজ। এরপর ২৫ বছর বয়সী ফুটবলার রেড ডেভিল শিবিরে নিজের জাত চেনাতে বেশি সময় নেননি। অনুমিতভাবেই এরিক টেন হ্যাগের পরিকল্পনার মূল অংশ বনে যান। তাই নিয়মিতই ম্যাচ খেলে যাচ্ছিলেন আর্জেন্টিনার হয়ে কাতার বিশ্বকাপ জেতা মার্টিনেজ।
আরও পড়ুন >> বিশ্বকাপ নিশ্চিত করল আর্জেন্টিনা ও ব্রাজিল
তার গত বছরটা কেটেছে স্বপ্নের মতোই। যার ধারাবাহিকতায় যোগ দেন ইংলিশ জায়ান্ট ক্লাবে। সেখানে নতুন ক্লাবের হয়ে লিগ কাপের শিরোপাও জেতেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ইউনাইটেডের হয়ে এই মৌসুমে ৪৫ ম্যাচে মাঠে নামেন ২৫ বছর বয়সী ডিফেন্ডার। মৌসুম শেষ হওয়ার খবর পুরনো। তাই তো মার্টিনেজ এখন মাঠে ফেরার জন্য লড়ছেন। পায়ে অস্ত্রোপচারের মাধ্যমে সেই চেষ্টায় বড় এক ধাপ শেষ হলো তার।
এএইচএস