মদ্রিচ-ক্রুসদের বিকল্প হিসেবে যাদের ওপর নজর রিয়ালের

Dhaka Post Desk

স্পোর্টস ডেস্ক

১৯ এপ্রিল ২০২৩, ০৪:১৬ পিএম


মদ্রিচ-ক্রুসদের বিকল্প হিসেবে যাদের ওপর নজর রিয়ালের

ছবি: সংগৃহীত

চলতি মৌসুমে ইতোমধ্যেই সেমি ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। তবে এই যাত্রাটা খুব একটা সহজ ছিল না। তাছাড়া বর্তমান স্কোয়াডের একাধিক অভিজ্ঞ ক্রিকেটার তাদের ক্যারিয়ারের শেষ দিকে আছেন। সবমিলিয়ে নতুন মৌসুমের জন্য স্কোয়াডের শক্তি বাড়াতে মরিয়া স্প্যানিশ জায়ান্টরা। ট্রান্সফার উইন্ডো ভিত্তিক স্প্যানিশ সংবাদ মাধ্যম ফিচাজেস জানিয়েছে ইংলিশ ক্লাব চেলসিরই চারজন খেলোয়াড়ে নজর দিয়েছে লস ব্লাঙ্কোসরা। 

সংবাদ অনুযায়ী, ডিফেন্ডার রিস জেমসকেই সবচেয়ে বেশি পছন্দ রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের। তাকে পাওয়ার গুঞ্জন অবশ্য অনেক আগে থেকেই রয়েছে ফুটবল মহলে। আগামী মৌসুমে এ ডিফেন্ডারই তাদের প্রধান টার্গেট বলে জানিয়েছে ফিচাজেস। তাকে কিনতে ১০০ মিলিয়ন ইউরোরও বেশি খরচ করতে রাজী ক্লাবটি। যদিও এ ট্র্যান্সফারের জন্য খুব বেশি তাড়াহুড়া করবে না তারা।  

লুকা মদ্রিচ ও টনি ক্রুসের বয়স হয়ে যাওয়ায় মাঝমাঠে একজন অভিজ্ঞও খেলোয়াড় চায় রিয়াল। তাদের সাবেক খেলোয়াড় মাতেও কোকাভিচকে ফিরিয়ে আনতে চায় তারা। এছাড়া ইংলিশ মিডফিল্ডার ম্যাসন মাউন্টকেও পছন্দ তাদের। তবে তার জন্য এক মৌসুম অপেক্ষা করে পরবর্তী মৌসুমে নেওয়ার ইচ্ছা তাদের। ২০২৪ সালের জুনে চেলসির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে মাউন্টের।

তালিকায় কিছুটা বিস্ময়কর নাম রুবেন লফটার চেক। কারণ চেলসির একাদশেই নিয়মিত নন তিনি। তার উপর মাউন্টের পজিশনেই খেলেন তিনি। মাউন্টের মতো তার চুক্তির মেয়াদও শেষ হবে ২০২৪ সালের জুনে। 

এইচজেএস 

Link copied