এশিয়ান গেমসে সাবিনারা, জামালরা নয়!

চীনের হাংজুতে গত বছর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এশিয়ান গেমস। করোনা ভাইরাসের প্রকোপে গেমসটি পিছিয়ে এই বছর অনুষ্ঠিত হবে। গত বছরই বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন বেশ কয়েকটি ডিসিপ্লিনের এন্ট্রি দিয়েছিল। আজকের (৬ মে) বিওএ নির্বাহী সভায় বাস্তবতার বিচারে সেগুলো পুনঃমূল্যায়িত হয়েছে।
এশিয়ান গেমসের শেফ দ্য মিশন ও বিওএ’র কোষাধ্যক্ষ একে সরকার ডিসিপ্লিনের ব্যাপারে বলেন, ‘আজকের সভায় শুধু পুরুষ ফুটবল বাদ দেওয়া হয়েছে, রাখা হয়েছে নারী ফুটবল। এছাড়া বক্সিংকে অর্ন্তভূক্ত করা হয়েছে।’
চীনের হাংজু এশিয়ান গেমসে বাংলাদেশ আরচ্যারি, অ্যাথলেটিক্স, ক্রিকেট ফেন্সিং, ফুটবল ( মহিলা), বক্সিং হকি, গলফ, জিমন্যাস্টিক্স, কাবাডি, কারাতে, ব্রিজ, শ্যুটিং, তায়কোয়ান্দো, ভারত্তোলন, দাবা, সাঁতার এই ডিসিপ্লিনগুলোতে বাংলাদেশ এশিয়ান গেমসে অংশগ্রহণ করবে। ই-স্পোর্টসের বিষয়ে বিওএ আরো একটু পর্যালোচনা করবে বলে জানা গেছে। ই-স্পোর্টসের সঙ্গে পুরুষ ফুটবলের বিষয়টিও পুনরায় বিবেচনা হতে পারে বলে জানান বিওএ’র অন্যতম সহ-সভাপতি শেখ বশির আহমেদ মামুন,‘ ফুটবলের বিষয়টি আমরা আবারও প্রয়োজনে মূল্যায়ন করব। ই-স্পোর্টস সহ আরো কয়েকটি বিষয় চূড়ান্ত করার সময় আমরা পুরুষ ফুটবলের বিষয়টিও বিবেচনা করব’।
আরও পড়ুন >> সোহাগের আপিল নিয়ে ধূম্রজাল!
২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসে বাংলাদেশ পুরুষ ফুটবল দল ইতিহাস সেরা ফলাফল করেছিল। এশিয়ান গেমস ফুটবলে প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে উঠেছিল জামালরা। কাতারকেও হারিয়েছিল বাংলাদেশ। তাই আজকের সভায় পুরুষ ফুটবল বাদ পড়লেও জামাল ভূইয়াদের এশিয়াডের দরজা এখনো পুরোপুরি বন্ধ হয়নি বলে মনে করেন বিওএ’র অন্যতম সহ-সভাপতি শেখ বশির আহমেদ মামুন,‘ একটি দলীয় ডিসিপ্লিন পাঠানোর ক্ষেত্রে অনেক ব্যয়ের প্রয়োজন রয়েছে। আমরা সেই বিষয়টি নিশ্চয়তার জন্যও কাজ করব।’
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ফুটবল দলের পারফরম্যান্স আশাব্যাঞ্জক নয়। মার্চের শেষ সপ্তাহে ১৯৯ র্যাঙ্কিংয়ে থাকা সিশেলসের বিপক্ষে এক ম্যাচ হেরে যায় তারা। পরবর্তীতে জামালরা আরেকটিতে জিতে সিরিজ ড্র করেছেন। বর্তমান পারফরম্যান্স ও সম্ভাবনা বিচার করে বিওএ’র সভায় নারী দল পাঠানোর পক্ষে মত ছিল বেশি।
সাবিনারা প্রথমবারের মতো এশিয়ান গেমসে খেলার সুযোগ পাচ্ছেন। গেমসগুলোতে পুরুষ ফুটবল প্রতিযোগিতা অ-২৩ দলের সঙ্গে তিনজন সিনিয়র ফুটবলার অংশ নিতে পারেন। তবে নারী প্রতিযোগিতায় সিনিয়র জাতীয় দলই অংশ নেয়। এবারের এশিয়ান গেমসে খেলা হবে সাবিনাদের সর্বোচ্চ পর্যায়ে অংশগ্রহণ।
নতুন অর্ন্তভূক্ত হওয়া ডিসিপ্লিন বক্সিংয়ে বক্সারের সংখ্যা ও গেমসের প্রস্তুতি সম্পর্কে একে সরকার বলেন, ‘বক্সারের সংখ্যাটি আমরা শিগগিরই চূড়ান্ত করব। অনেক ডিসিপ্লিনই প্রস্তুতির মধ্যে রয়েছে। আমরা কিছু দিনের মধ্যে গেমসের প্রস্তুতির জন্য আনুষ্ঠানিক চিঠি প্রদান করব।’
এজেড/এএইচএস