রিয়ালের বিপক্ষে অভিযোগ, কাটা যেতে পারে পয়েন্ট

Dhaka Post Desk

স্পোর্টস ডেস্ক

১৮ মে ২০২৩, ০৭:৩৬ এএম


রিয়ালের বিপক্ষে অভিযোগ, কাটা যেতে পারে পয়েন্ট

এবারের লা লিগা থেকে রিয়াল মাদ্রিদের পাওয়ার নেই তেমন কিছুই। এরই মধ্যে শিরোপা জিতে নিয়েছে বার্সেলোনা। বাকি ৪ ম্যাচে রিয়ালের সর্বোচ্চ অর্জন হতে পারে দ্বিতীয় স্থান ধরে রাখা। তবে লিগ রানার্সআপ হওয়ার ক্ষেত্রে আচমকাই ‘উটকো ঝামেলা’ এসে হাজির রিয়ালের সামনে।

গত শনিবার হেতাফের বিপক্ষে ১-০ ব্যবধানে জেতা ম্যাচটি উল্টো ৩-০ ব্যবধানের হারে পরিণত হতে পারে। সে ক্ষেত্রে তিন পয়েন্ট কাটা গিয়ে আতলেতিকো মাদ্রিদের পেছনে পড়ে যাবে কার্লো আনচেলত্তির দল।

রিয়ালের জন্য পয়েন্ট কাটা যাওয়ার শঙ্কাটি তৈরি হয়েছে হেতাফের অভিযোগের কারণে। ইএসপিএন জানিয়েছে, ১৪ মে অনুষ্ঠিত হেতাফে-রিয়াল মাদ্রিদ ম্যাচ নিয়ে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফএফএফ) কমপিটিশন কমিশনে অভিযোগ করেছে হেতাফে। ক্লাবটির অভিযোগ, ম্যাচে ‘অযোগ্য খেলোয়াড়’ খেলিয়েছে রিয়াল। ম্যাচের ৮৪ মিনিটে মার্কো আসেনসিওর বদলি হিসেবে আলভারো ওদরিওজোলাকে নামালেও আসেনসিওকে তোলা হয়নি।

ম্যাচের ভিডিও ফুটেজে দেখা গেছে, চতুর্থ রেফারি ওদরিওজোলাকে নামানোর সময় আসেনসিওকে ডেকে পাঠান। ওদরিওজোলা নেমে যাওয়ার পরপর আসেনসিও উঠে যাওয়ার পথে ছিলেন। কিন্তু রেফারি তাকে শেষ মুহূর্তে থামিয়ে দেন। এদুয়ার্দো কামাভিঙ্গা পায়ে চোট পাওয়ায় তাকেই তুলে নেন আনচেলত্তি। ম্যাচে এটি ছিল রিয়ালের পঞ্চম বদলি। আসেনসিও শেষ বাঁশি পর্যন্ত মাঠেই কাটান।

হেতাফের অভিযোগ, ওদরিওজোলা মাঠে নামার মাধ্যমে ‘সাবস্টিটিউশন’ কার্যকর হয়ে গেছে। আসেনসিওর বাকি সময়ে খেলা নিয়মানুযায়ী ছিল না।

এইচজেএস 

Link copied