এবার ইংল্যান্ড-শিবিরে করোনার ছোবল, সুতোয় ঝুলছে ওয়ানডে সিরিজ

ইংল্যান্ড দলের দুই সদস্য এবার করোনায় আক্রান্ত হয়েছেন। যার ফলে পিছিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডেও। শেষ চার দিনে এ নিয়ে তৃতীয় বারের মতো পেছালো দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড সিরিজের ওয়ানডে ম্যাচ। সিরিজ আয়োজন নিয়েই এখন সৃষ্টি হয়েছে শঙ্কা।
প্রাথমিক সূচী অনুসারে আজ সোমবার কেপটাউনে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় দু’পক্ষের সম্মতির ভিত্তিতে সিদ্ধান্তটি গৃহীত হয়। এর আগে গেলো শুক্রবার দক্ষিণ আফ্রিকা দলের এক সদস্য করোনায় আক্রান্ত হলে বাতিল হয় প্রথম ওয়ানডে। এরপর পরিবর্তিত সূচীতে গত রবিবার প্রথম ওয়ানডে হওয়ার কথা থাকলেও হোটেল স্টাফদের একজন কোভিড-১৯ আক্রান্ত হলে বাতিল হয় সেটি।
এবার দুই দলের বাকি খেলোয়াড়দের স্বাস্থ্যসুরক্ষার কথা মাথায় রেখে পিছিয়ে গেলো দ্বিতীয় ওয়ানডেও। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত, প্রথম ওয়ানডের মতো বাতিল হয়নি ম্যাচটি। আগামীকাল মঙ্গলবার ও বুধবার ম্যাচদুটো হতে পারে, বিবৃতিতে এ আশা প্রকাশ করে ক্রিকেট সাউথ আফ্রিকা। তবে তার আগে আর কোনো করোনার দুঃসংবাদ পাওয়া চলবে না, পেতে হবে নিরপেক্ষ মেডিক্যাল বিশেষজ্ঞদের স্বীকৃতিও। আগামী বৃহস্পতিবার চার্টার্ড ফ্লাইটে দক্ষিণ আফ্রিকা ছাড়বে ইংল্যান্ড দল, যে কারণে সিরিজ অনুষ্ঠিত হওয়াটাও পড়ে গেছে শঙ্কায়।
ক্রিকইনফো জানাচ্ছে, ইংল্যান্ড শিবিরের করোনাক্রান্ত দুই সদস্যের ফলাফল নির্ভুল কিনা, সেটা যাচাই করতে আবার পরীক্ষা করা হতে পারে। চলতি সিরিজে এ নিয়ে চতুর্থবারের মতো করোনার ছোবল পড়লো, প্রথমবারের মতো ইংলিশ কেউ আক্রান্ত হলেন কোভিড-১৯ এ। প্রথমবার ধরা পরে সিরিজ শুরু আগে, পরীক্ষায় দেখা যায় দক্ষিণ আফ্রিকার একজন করোনায় আক্রান্ত, তাকে অবশ্য জৈব-সুরক্ষা বলয়েই আনা হয়নি। এরপর বৃহস্পতিবার দ্বিতীয় বারের মতো করোনা পজেটিভ হন দক্ষিণ আফ্রিকার দুই সদস্য। তৃতীয়বার করোনার আঘাত আসে গত শুক্রবার, এবার আক্রান্ত হন দুই হোটেল স্টাফ যাদের সঙ্গে নিবিড় যোগাযোগ হয়েছে খেলোয়াড়দের।
সফরকারী ইংল্যান্ড ইতোমধ্যেই প্রশ্ন তুলেছে বোর্ডের জৈব সুরক্ষা বলয় প্রক্রিয়া নিয়ে। সিরিজটা বাতিল হলে দক্ষিণ আফ্রিকার দুর্দশা বাড়ার সম্ভাবনা আছে আরও। কারণ এর পরই শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও পাকিস্তানের সফর করার কথা দেশটিতে। করোনার কারণে এই সিরিজ বাতিল প্রশ্ন উঠবে আসন্ন সিরিজ নিয়ে।
এনইউ