জিব্রাল্টারকে উড়িয়ে ফ্রান্সের হ্যাটট্রিক জয়

ছবি: সংগৃহীত
টানা আক্রমণে দুর্বল জিব্রাল্টারের রক্ষণকে পুরোটা সময় ব্যতিব্যস্ত করে রাখলেন এমবাপে-জিরুদরা। সুযোগও তারা পেলেন অসংখ্য। ম্যাচের সঠিক চিত্র যদিও স্কোরলাইনে ফুটে উঠছে না। তবে নিশ্চিতভাবেই বলা যায়, অনায়াসে জয় নিয়ে মাঠে ছাড়ল ফ্রান্স।
ইউরো বাছাইয়ে শুক্রবার প্রতিপক্ষের মাঠে ৩-০ গোলে জিতেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অলিভিয়ে জিরুদের গোলে শুরুতেই তারা এগিয়ে যাওয়ার পর জালের দেখা পান কিলিয়ান এমবাপে। শেষ দিকে জিব্রাল্টারের আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ে আরও।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ-২০২৪ এর বাছাইয়ে তিন ম্যাচ খেলে তিনটিতেই জিতল ফ্রান্স। সমান ম্যাচে সবকটি হারল জিব্রাল্টার।
দুই দলের মাঝে শক্তির পার্থক্য যতটা, ফিফা র্যাঙ্কিংয়েও ব্যবধান ততটাই। র্যাঙ্কিংয়ের দ্বিতীয় সেরা দল ফ্রান্স, আর জিব্রাল্টারের অবস্থান ২০১-এ।
এইচজেএস