আমরা অনেক কিছু শিখেছি, হারের পর ব্রাজিল কোচ

Dhaka Post Desk

স্পোর্টস ডেস্ক

২১ জুন ২০২৩, ০১:৩৪ পিএম


আমরা অনেক কিছু শিখেছি, হারের পর ব্রাজিল কোচ

কাতার বিশ্বকাপ থেকে দুঃসময়ের বৃত্তে আটকে আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। অথচ টুর্নামেন্টটিতে অন্যতম ফেভারিট হিসেবেই তারা খেলতে গিয়েছিল। সেখানে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নিয়েছিল তারা। এরপর খেলা তিন প্রীতি ম্যাচের দুটিতেই হেরে গেছে। সর্বশেষ গত রাতে সেনেগালের কাছে বলতে গেলে বিধ্বস্তই হয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ম্যাচ হেরে অনেক কিছু শেখার কথা জানিয়েছেন দলটির অন্তর্বর্তীকালীন কোচ র‌্যামন মেনেজেস।

বিশ্বকাপে পথ হারানো ব্রাজিল আসরটির পর থেকেই স্থায়ী কোচ ছাড়া সাত মাস কাটিয়ে দিয়েছে। তিতের বিদায়ের পর তারা হেভিওয়েট কয়েকজন কোচের জন্য অপেক্ষা করেছিল। তবে তারা সাড়া না দেওয়ায় শেষমেষ তাদের লক্ষ্যবস্তু এখন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। দীর্ঘ অপেক্ষার পর এই ইতালিয়ান কোচ ২০২৪ সালে সেলেসাওদের কোচ হতে রাজি হয়েছেন। তার আগে একজন ভারপ্রাপ্ত কোচ নিয়োগের কথা রয়েছে।

র‌্যামন মেনেজেস সর্বশেষ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ দলকেও পরিচালনা করেছেন। যেখানে ইসরায়েলের কাছে হেরে সেই ‘অপয়া’ কোয়ার্টার থেকেই বিদায় নিয়েছে তারা। সেই একই কোচ দিয়েই জাতীয় দলও চালাচ্ছে ফুটবলের ঐতিহাসিক দলটি। তার অধীনে ভিনিসিয়ুস জুনিয়ররা এখন পর্যন্ত গিনির বিপক্ষের ম্যাচেই একমাত্র সাফল্য পেয়েছে। এরপর তারা সেনেগালের মুখোমুখি হয়ে ফের ছন্দ হারিয়েছে।

চোটের কারণে বিশ্বকাপ মিস করা সাদিও মানের জোড়া গোলে পর্তুগালের লিসবনে ৪-২ গোলে হেরেছে ব্রাজিল। অথচ ম্যাচের ১১ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের ক্রসে হেডে দলকে এগিয়ে দিয়েছিলেন লুকাস পাকুয়েতা। এরপর আরও এক গোল করলেও বিপরীতে সেলেসাওরা হজম করেছে চারটি গোল।

আরও পড়ুন >> কাতার বিশ্বকাপে সর্বোচ্চ ‘গালি’ খেয়েছে ফ্রান্স, চারে আর্জেন্টিনা

দুর্দশার বৃত্তে আটকে থাকা ব্রাজিলের এমন পরিস্থিতিকেও শেখার উপলক্ষ্য হিসেবে দেখছেন কোচ মেনেজেস, ‘সাহস রাখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকের ম্যাচটা আমরা জয় দিয়ে শেষ করতে পারতাম। তবে ফুটবল আপনি জিতবেন, না হয় শিখবেন। আমরা অনেক কিছু শিখেছি, এটা এই দলের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, ব্রাজিলের সামনে অনেক চ্যালেঞ্জ আছে।’

এদিকে, এই ম্যাচ হেরে সতীর্থদের দায়িত্ব নিয়ে খেলার পরামর্শ দিয়েছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলো। স্পোর টিভিকে দানিলো বলেন, ‘আমাদের অনেক নতুন ফুটবলার এসেছে, সিস্টেম পরিবর্তন হয়েছে। অনেক খেলোয়াড় ছুটি কাটিয়ে ফিরেছে। তবে অজুহাত দিলে এবং এভাবে হারলে চলবে না। খুব দ্রুত শিখতে হবে কারণ আমাদের নিয়ে অনেকেরই বেশি আশা।’

ব্রাজিলের এমন পরিস্থিতি বদলাতে স্থায়ী কোচ নিয়োগের বিকল্প নেই। যার জন্য তাদের একমাত্র ভরসা আনচেলত্তি। ২০২৪ সালের ১ জুলাই পর্যন্ত রিয়াল মাদ্রিদের সঙ্গে তার চুক্তি রয়েছে। এরপরই তিনি ব্রাজিল ফেডারেশনের সঙ্গে চুক্তিতে যাবেন বলে জানিয়েছে ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো। তার আগে ৫০ বছর বয়সী মেনেজেসই আগামী সেপ্টেম্বরে হতে যাওয়া বিশ্বকাপ বাছাইয়েও ব্রাজিলের দায়িত্বে থাকবেন।

এএইচএস

Link copied