হারলেও সেমিফাইনালের স্বপ্ন হ্যাভিয়েরের

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

২২ জুন ২০২৩, ০৭:১৯ পিএম


হারলেও সেমিফাইনালের স্বপ্ন হ্যাভিয়েরের

কাগজে-কলমে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে লেবানন। অসম শক্তির লড়াইয়ে বাংলাদেশ এক পয়েন্ট পাওয়ার খুব কাছে ছিল। সেই পয়েন্ট হাতছাড়া হওয়ায় কোচের মুখে খানিকটা হতাশার প্রতিচ্ছবি। তবে লেবাননের বিপক্ষের ম্যাচ থেকেই প্রাপ্তি দেখছেন বাংলাদেশের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। 

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জামালদের কোচ বলেন, ‘ম্যাচের ফলাফলটা আমাদের অনুকূলে নয়। তবে একইসঙ্গে আমাদের ইতিবাচক দিকও রয়েছে। এই পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে সেমিফাইনালে খেলা সম্ভব।’

গ্রুপপর্বে বাংলাদেশের পরের দুই ম্যাচ মালদ্বীপ ও ভূটানের বিপক্ষে। সেমিফাইনালে খেলতে হলে এই দুই ম্যাচ থেকে ন্যূনতম চার পয়েন্ট দরকার বাংলাদেশের। শক্তিশালী লেবাননের বিপক্ষে এমন পারফরম্যান্সের পর বাংলাদেশ কোচের মধ্যে খানিকটা আশা সঞ্চার হয়েছে। 

আজকের ম্যাচে বাংলাদেশের জেতার সুযোগ ছিল। সেটা মৃদুস্বরে প্রেস কনফারেন্সেও স্মরণ করিয়েছেন হ্যাভিয়ের, ‘আমরাও গোলের সুযোগ পেয়েছিলাম। ম্যাচটি ১-০ গোলে বাংলাদেশ এগিয়ে যেতে পারত। ফয়সাল আহমেদ ফাহিম ওয়ান-ওয়ানে মিস করায় সেটি আর হয়নি।’

বাংলাদেশের ২৩ জনের স্কোয়াডে পরীক্ষিত ফরোয়ার্ড সুমন রেজা। সেই সুমনকে দ্বিতীয়ার্ধের কিছু সময় পর তুলে নেওয়া হয়। সুমনের পারফরম্যান্স নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন হলে উল্টো প্রশ্নকর্তাকে প্রশ্ন করেছেন বাংলাদেশ কোচ, ‘আপনাদের দৃষ্টিতে গোলই স্ট্রাইকারের কাজ। এছাড়াও স্ট্রাইকারের শত কাজ রয়েছে। সেসব কাজ সুমন ঠিকই করেছে। আপনাদের কাছে সুমনের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন থাকলেও আমার কাছে নয়।’

লেবানন বাংলাদেশের বিপক্ষে অনেক কষ্টসাধ্য জয় পেয়েছে। প্রতিপক্ষ লেবানন সম্পর্কে বাংলাদেশের কোচ বলেন, ‘তারা আমাদের চেয়ে এগিয়ে। জয় পাওয়াটা তাদের জন্য স্বাভাবিকই ছিল। তবে আমরাও ম্যাচে ভালো খেলেছি।’

এজেড/এএইচএস

Link copied