ভিয়েতনামে খেলবে জুনিয়র সানজিদারা

এএফসি অ-১৭ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ড সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে। বাছাইয়ের পরের রাউন্ডের গ্রুপিং আগে হলেও সম্প্রতি বাফুফে স্বাগতিকের নাম জেনেছে। বাংলাদেশকে ভিয়েতনামে গিয়ে চূড়ান্ত পর্বের জন্য লড়তে হবে।
গত এপ্রিলে সিঙ্গাপুরে এএফসি অ-১৭ নারী চ্যাম্পিয়নশিপ বাছাইয়ের প্রথম রাউন্ডে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়। এর ফলে বাছাইয়ের পরবর্তী পর্যায়ে খেলার সুযোগ পাচ্ছে। ২০-২৪ সেপ্টেম্বর ভিয়েতনামের হ্যানয়ে এএফসি অ-১৭ নারী চ্যাম্পিয়নশিপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে।
ইয়ানমার ফিল্ড, ভিয়েতনাম ইয়ুথ ফুটবল ট্রেইনিং সেন্টারে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দল মূল পর্বে খেলার সুযোগ পাবে। বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও ফিলিপাইন।
বাংলাদেশের নারী ফুটবলের মূল উথানটা এশিয়ার অনূর্ধ্ব-১৬ পর্যায়ে সেরা আটে খেলার মাধ্যমে। টানা দুই বার বাংলাদেশ এএফসি অ-১৬ নারী চ্যাম্পিয়নশিপের মূল পর্বে খেলেছে। কৃষ্ণা-সানজিদাদের অনুজরা সেটা করে দেখাতে পারেন কি না সেটাই দেখার বিষয়।
বাংলাদেশের প্রতিপক্ষ ও ম্যাচের সময়
২০ সেপ্টেম্বর ভিয়েতনাম সন্ধ্যা ছয়টা
২২ সেপ্টেম্বর ফিলিপাইন বিকেল তিনটা
২৪ সেপ্টেম্বর অস্ট্রেলিয়া বিকেল তিনটা
#ম্যাচের সময় বাংলাদেশের সময় অনুযায়ী
এজেড/এফআই