বাফুফের তদন্ত প্রতিবেদন আগামীকাল

আজ সরকারি ছুটির দিন। জাতীয় ছুটির দিনেও বাফুফে ভবনে দুটি সভা অনুষ্ঠিত হয়েছে। তদন্ত কমিটির সভা হয়েছে প্রায় চার ঘন্টার বেশি সময়।
তদন্ত কমিটির সভা শেষে কমিটির আহ্বায়ক ও বাফুফের অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ বলেন, 'আমাদের প্রতিবেদন প্রস্তুত। আগামীকাল সভাপতির কাছে হস্তান্তর করব।' এরপর প্রতিবেদন নির্বাহী কমিটির সভায় উপস্থাপন করা হবে। সেখানেই মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হবে৷
আগামীকাল বিকেলে তদন্ত কমিটির সদস্যরা আবার বাফুফে ভবনে আসবেন। তদন্ত প্রতিবেদনে আগামীকাল কমিটির সদস্যরা স্বাক্ষর করবেন। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তদন্ত প্রতিবেদনটি ছয় পাতার।
বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ ফিফা থেকে ২ বছরের জন্য নিষিদ্ধ হয়। ফিফা ৫১ পাতার একটি রিপোর্ট প্রকাশ করে। এরপর বাফুফে নির্বাহী কমিটি ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। দুই সহ-সভাপতি মহী ও মানিক পদত্যাগ করেন। আট সদস্য নিয়েই পরবর্তীতে চলেছে তদন্ত কমিটি।
এজেড/এইচজেএস