প্রতিদিন সকালে মেসিকে দেখতে যান বেকহাম

Dhaka Post Desk

স্পোর্টস ডেস্ক

২৯ জুলাই ২০২৩, ১০:৩৮ পিএম


প্রতিদিন সকালে মেসিকে দেখতে যান বেকহাম

ফাইল ছবি

বিশ্বজয়ের পর ইতোমধ্যেই জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন লিওনেল মেসি। দীর্ঘ ১৯ বছরের ইউরোপের ফুটবল ছেড়ে আর্জেন্টাইন তারকা এখন আমেরিকার মেজর লিগ সকারে। স্বপরিবারে নতুন ঠিকানা গড়েছেন যুক্তরাষ্ট্রে। গত ১৬ জুন ফ্লোরিডার পোর্ট লডারডেলের ডিআরভি পিএনকে স্টেডিয়ামে মেসিকে স্বাগত জানাতে জড়ো হয়েছিলেন হাজারো ফুটবলপ্রেমী। সেখানেই নতুন ক্লাব ইন্টার মায়ামি জমকালো আয়োজনের মাধ্যমে মেসিকে বরণ করে নিয়েছে।

ইন্টার মায়ামির সহ-মালিক ইংল্যান্ডের সাবেক ফুটবলার ডেভিড বেকহাম। তার মতে, মেসির মায়ামিতে যোগদান গোটা যুক্তরাষ্ট্রের ক্রীড়াঙ্গনেই সবচেয়ে বড় দলবদলের ঘটনা। মেসির মায়ামি অভিষেকের আগে এক আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বেকহাম বলেছেন এমন অনেক কথাই। 

এবার ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট 'দ্য অ্যাথলেটিক'কে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন বেকহাম। যেখানে জানিয়েছেন মেসির মায়ামিতে আসার পরিকল্পনা নিয়ে। বেকহাম বলেন, মেসিকে নিয়ে আসা ইন্টার মায়ামির জন্য বিশেষ এক অর্জন। তিন বছর বয়সী একটা দলে বিশ্বকাপ জয়ের পরের বছরেই মেসির মত ফুটবলার পাবো, সেটা কখনোই ভাবতে পারিনি। অনুভূতিটা এমন যেন আমরা সব প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে সর্বকালের সেরা ফুটবলারকে দলে আনছি।'

মেসিকে পাওয়ার সুখবরটা কীভাবে পেয়েছেন সেটা জানিয়েছেন মায়ামির সহ-মালিক বেকহাম। তিনি বলেন, আমি তখন জাপানে। ভোর ৫টায় আমার ফোন বেজে উঠে। ফোন হাতে নিয়ে মনে হলো, কী একটা হয়েছে। চশমা পরে ফোনের স্ক্রিনে তাকাতেই দেখি, লিও আসছে! সে নিজেই ঘোষণা দিয়েছে। আমার স্ত্রী'কে ওর কথা বলতে গিয়ে আমি রোমাঞ্চিত হয়ে পড়েছিলাম।'

মেসিকে মায়ামিতে পেয়ে এখনো ঘোরের মধ্যে আছেন বেকহাম। তার মতে, মায়ামিতে মেসির আগমন অন্যতম সেরা। ও কয়েক দিন হলো এখানে (মায়ামিতে) এসেছে। আমি প্রতিদিন সকাল সাড়ে সাতটায় ওর সঙ্গে দেখা করতে যাই। নিজেকে বিশ্বাস করাতে চাই যে এটা সত্য।'

এইচজেএস 

Link copied