আর্জেন্টাইন ডিফেন্ডারের পা ভেঙে দিলেন মার্সেলো (ভিডিও)

লাতিন আমেরিকার ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসর কোপা লিবার্তাদোরেসের ম্যাচে এক দুঃখজনক ঘটনা ঘটে গেছে। আর্জেন্টাইন এক ডিফেন্ডারকে ট্যাকল করতে গিয়ে তার পা ভেঙে ফেলেন সাবেক রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার মার্সেলো।
গতকাল (মঙ্গলবার) আর্জেন্টিনার বুয়েন্স এইরেসের দিয়েগো ম্যারাডোনা স্টেডিয়ামে মুখোমুখি লড়াইয়ে নেমেছিল ব্রাজিলের ফ্লুমিনেন্স ও আর্জেন্টিনার আর্জেন্টিনোস জুনিয়র্স। ব্রাজিলের ক্লাবটির হয়ে খেলছিলেন সাবেক তারকা ফুটবলার মার্সেলো।
— Fabrizio Romano (@FabrizoRomanoz) August 2, 2023
দুঃখজনক ঘটনাটি ঘটে ম্যাচের ৫৫তম মিনিটে। বল কাটানোর চেষ্টা করছিলেন মার্সেলো। পাশ থেকে ছুটে এসে বাঁ পা বাড়িয়ে দেন আর্জেন্টিনোস জুনিয়র্সের আর্জেন্টাইন ডিফেন্ডার লুসিয়ানো সানচেজ। মার্সেলোর পা গিয়ে পড়ে সানচেজের বাড়িয়ে দেওয়া পায়ের ওপর। মুহূর্তেই সেই পা ভেঙে উল্টো দিকে একদম মুচড়ে যায়।
মুহূর্তেই যেন পুরো স্টেডিয়াম থমকে যায়। সানচেসের অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন মার্সেলো নিজেও। পরে লাল কার্ড দেখে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন তিনি।
মাঠে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয় সানচেজকে। পরে ইনস্টাগ্রামে সানচেজের জন্য শুভকামনা জানান মার্সেলো। তার ট্যাকলটি অনিচ্ছাকৃত ছিল বলেও জানান ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে সানচেজকে শুভকামনা জানিয়েছে মার্সেলোর ক্লাবও।
এফআই