কলকাতাই যেতে হচ্ছে আবাহনীকে

এ যেন পুরাতন শত্রুর মুখোমুখি হতে হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনীকে। এএফসি কাপের গত আসরের প্লে অফ মোহনবাগানের বিপক্ষে হেরে বাদ পড়েছিল ঢাকাই ক্লাবটি। এবারও সেই মোহনবাগানের বিপক্ষেই খেলতে হচ্ছে আবাহনীকে।।
সিলেটে মালদ্বীপের ক্লাব ঈগলসকে হারিয়ে কলকাতায় তাকিয়ে ছিল আবাহনী। সল্ট লেকের ম্যাচের জয়ী দলের সঙ্গে ২২ আগস্ট পরবর্তী ম্যাচ খেলতে হতো আবাহনীকে। সল্ট লেকে কলকাতার মোহনবাগান ৩-১ গোলে নেপালের মাচিন্দ্রাকে হারিয়েছে।
আরও পড়ুন: ব্রাজিলিয়ানের গোলে মালদ্বীপের ক্লাবকে হারাল আবাহনী
সল্ট লেকে ম্যাচের প্রথমার্ধে লিড নেয় স্বাগতিক মোহনবাগান। ৩৮ মিনিটে আলীর গোলে এগিয়ে যায়৷ কামিন্সের গোলে ৫৯ মিনিটে মোহনবাগান স্কোরলাইন ২-০ করে। ৭৮ মিনিটে মাচিন্দ্রা ওলোমুর গোলে খেলায় ফিরে। ৮৯ মিনিটে আলী আরেক গোল করলে মোহনবাগানের জয় নিশ্চিত হয়।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ থেকে বাদ পড়েছে। কিংস সরাসরি এএফসি কাপের মুল পর্বে খেলবে। ১৮ সেপ্টেম্বর থেকে এএফসি কাপের মুল পর্ব শুরু হবে৷ ২৪ আগস্ট হবে সেই টুর্নামেন্টের ড্র।
এজেড/জেএ