ইউরো বাছাইয়ে পাঁচে পাঁচ ফ্রান্সের

Dhaka Post Desk

স্পোর্টস ডেস্ক

০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫২ এএম


ইউরো বাছাইয়ে পাঁচে পাঁচ ফ্রান্সের

আর্জেন্টিনার কাছে কাতার বিশ্বকাপের ফাইনালে হারের পর যেন ক্ষুধা বেড়ে গেছে ফ্রান্সের। ইউরো চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বে উড়ন্ত সূচনা পেয়েছে দলটি। এ নিয়ে টানা পঞ্চম জয়ের দেখা পেল ফরাসিরা।

গতকাল (বৃহস্পতিবার) রাতে পার্ক দে প্রিন্সেসে আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে এমবাপেরা। জয়সূচক গোল দুটি করেন অরলিঁয়ে চুয়ামেনি ও মার্কাস থুরাম।

র‌্যাঙ্কিংয়ে যোজন দূরত্ব। দুই দলের পার্থক্যটা বেশ পরিষ্কার দেখা গেছে ম্যাচেও। ৬৯ শতাংশ সময় বল দখলে রেখে ২৫টি শট নিয়েছে ফ্রান্স। যার ৫টি ছিল গোলমুখে। বিপরীতে ৬ শটের ২টি গোলমুখে রাখতে পেরেছিল আইরিশরা।

ম্যাচের ১৯তম মিনিটে প্রথম গোলের দেখা পায় ফ্রান্স। ডি-বক্স থেকে কিলিয়ান এমবাপের ব্যাকপাস পেয়ে জোরালো শট নেন চুয়ামেনি। দূরের পোস্ট দিয়ে সে বল জড়ায় জালে। লাফিয়েও বলের নাগাল পাননি আইরিশ গোলরক্ষক।

গোল পেতে পারতেন এমবাপে নিজেও। ৪৮ মিনিটে ডি-বক্স থেকে নেওয়া তার শটটি ঠিকানা খুঁজে নিতে ব্যর্থ হয়। বল পেয়ে যান থুরাম। তার শট ফেরাতে পারেনি আইরিশ ডিফেন্ডার বা গোলরক্ষক।

মিনিট তিনেক পর গোল শোধের দারুণ সুযোগ পেয়েছিল আয়ারল্যান্ড। সতীর্থের ক্রস গোলবারের সামনে পেয়েও ঠিকঠাক হেড দিতে পারেননি চিডোজি ওগবেনে। ফরাসি গোলরক্ষক মাইক ম্যাইগনান কোনো রকমে বল ঠেকিয়ে দেন। 

ম্যাচের বাকি সময় আধিপত্য করে খেলে ফরাসিরা। শেষ পর্যন্ত ২-০ গোলের জয়ে মাঠ ছাড়ে তারা। এ নিয়ে ইউরো বাছাইয়ে ‘বি’ গ্রুপ থেকে পাঁচ ম্যাচের সবকটিতে জয় তুলে টেবিলের শীর্ষেই আছে এমবাপেরা।

ইউরো বাছাইয়ে জয় পেয়েছে নেদারল্যান্ডস ও ডেনমার্ক
 
ফ্রান্সের জয়ের রাতে ফল নিজেদের পক্ষে গেছে নেদারল্যান্ড ও ডেনমার্কের। গ্রীসের বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় তুলে নিয়েছে ডাচরা। 

ডাচদের হয়ে গোল তিনটি করেন মার্টিন ডি রুন, কোডি গাকপো এবং ভাউট ভেঘোর্স্ট। ৩ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের দুইয়ে অবস্থান করছে ডাচরা।

 ইউরো বাছাইয়ের আরেক ম্যাচে সান মারিনোকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ডেনমার্ক। গোলের দেখা পেয়েছেন পিয়েরে-এমিল হইবিয়া, ইওয়াকিম ম্যালে, ইয়োনাস উইন্ড ও ইউসুফ পলসেন। ৫ ম্যাচে ৩ জয় ও ১ ড্রয়ে ১০ পয়েন্ট ‘এইচ’ গ্রুপের দুইয়ে অবস্থান তাদের।

এফআই

Link copied