করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন বাফুফে সভাপতি

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৩ এপ্রিল ২০২১, ০৮:০৬ পিএম


করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন বাফুফে সভাপতি

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন আজ (মঙ্গলবার) করোনা ভাইরাসের ভ্যাকিসনের দ্বিতীয় ডোজ নিয়েছেন। দুপুরের দিকে রাজধানীর মুগদা সরকারি হাসপাতালে টিকার দ্বিতীয় ডোজ নেন কিংবদন্তি এই ফুটবলার। গত ফেব্রুয়ারিতে এই হাসপাতালেই প্রথম ডোজ নিয়েছিলেন বাফুফে সভাপতি। দ্বিতীয় ডোজ নেওয়ার পর বেশ স্বাভাবিক ও সুস্থ আছেন সালাউদ্দিন।
 
বাফুফে সভাপতির আগে ক্রীড়াঙ্গনে দ্বিতীয় ডোজ নিয়েছেন শুধু ক্রিকেটাররাই। দ্বিতীয় ডোজ নিয়ে তারা শ্রীলঙ্কা সফরে গিয়েছেন। ক্রীড়াঙ্গনের অনেকেই প্রথম ডোজ নিয়েছেন। আট সপ্তাহ শেষ হলে তারা দ্বিতীয় ডোজ নেবেন।
 
জাতীয় দলের ক্রিকেটাররা দ্বিতীয় ডোজ নিলেও অনেক জাতীয় ফুটবলার এখনো প্রথম ডোজই নেননি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের বেশির ভাগ ফুটবলারই এখনো টিকার প্রথম ডোজ নেননি বলে জানা গেছে।
 
এজেড/এমএইচ

Link copied