আর্জেন্টিনা, ব্রাজিল ও স্পেনের প্রথম ম্যাচের প্রতিপক্ষ যারা

এবারের বিশ্বকাপেও ফেভারিট হিসেবে নামবে আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন ও ফ্রান্সের মতো দলগুলো। আজ ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে দলগুলো জেনে গেল তাদের প্রতিপক্ষ কারা। তবে কবে কার খেলা, সেই সূচি জানা যাবে শনিবার রাতে। এর আগে চূড়ান্ত হয়ে গেছে কোন দল কার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে। এখন দিন, তারিখ, সময় ও ভেন্যু চূড়ান্ত হওয়ার পালা।
বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ব্রাজিল সহজ গ্রুপে পড়েছে। সি গ্রুপে ব্রাজিল পেয়েছে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডকে। ব্রাজিল তাদের প্রথম ম্যাচ খেলবে মরক্কোর সঙ্গে। ১৯৯৮ সালের বিশ্বকাপেও দুই দলের গ্রুপে দেখা হয়েছিল, ৩-০ গোলে জিতেছিল সেলেসাওরা। আর্জেন্টিনার জে গ্রুপে প্রতিপক্ষ অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান। আর বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রথম ম্যাচ আলজেরিয়ার বিপক্ষে।
ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন এইচ গ্রুপে কেপ ভার্দের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে। তাদের অন্য প্রতিপক্ষ উরুগুয়ে ও সৌদি আরব। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল গ্রুপে উজবেকিস্তান ও কলম্বিয়াকে পেয়েছে। তাদের অন্য প্রতিপক্ষ আন্তর্মহাদেশীয় প্লে অফ জয়ী কঙ্গো বা জ্যামাইকা বা নিউ ক্যালেডনিয়া। প্লে অফ থেকে ওঠা দলের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে পর্তুগাল।
অপরদিকে এল গ্রুপকে এবার মৃত্যুকূপ ধরা হচ্ছে। ইউরোপের দুই জায়ান্ট ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার সঙ্গে এই গ্রুপে আছে ঘানা ও পানামা। ইংল্যান্ডের প্রথম ম্যাচ ক্রোয়েশিয়ার সঙ্গে। ২০১৮ সালে পানামা ৬-১ গোলে ইংলিশদের কাছে হারের শোধ নিতে চাইবে। গত দুই আসরে গ্রুপ পর্বে বিদায় নেওয়া জার্মানি পেয়েছে অপেক্ষাকৃত দুর্বল দলকে। ‘ই’ গ্রুপে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে রয়েছে কুরাসাও, ইকুয়েডর ও আইভরি কোস্ট। জার্মানির প্রথম ম্যাচ কুরাসাওয়ের বিপক্ষে।
দুইবারের ফাইনালিস্ট ফ্রান্সকেও দিতে হবে কঠিন পরীক্ষা। উড়তে থাকা আর্লিং হালান্ডের নরওয়ের সঙ্গে আই গ্রুপে তারা, যেখানে আরও আছে সেনেগাল এবং আন্তর্মহাদেশীয় প্লে অফ জয়ের অপেক্ষায় থাকা ইরাক, সুরিনাম ও বলিভিয়া। ২০০২ সালের বিশ্বকাপ গ্রুপের খেলায় সেনেগালের কাছে ১-০ গোলে হেরেছিল আগের আসরের চ্যাম্পিয়ন ফ্রান্স। দুই যুগ পর আবারো তাদের প্রথম ম্যাচ সেনগালের বিপক্ষে। আই গ্রুপে ফরাসিদের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়বে উড়তে থাকা আর্লিং হালান্ডের নরওয়ে। এফ গ্রুপে নেদারল্যান্ডসের প্রথম ম্যাচ জাপানের সঙ্গে। ২০১৮ বিশ্বকাপে চমক দেখানো বেলজিয়াম তাদের প্রথম ম্যাচ খেলবে মিশরের সঙ্গে। এই গ্রুপের অন্য দুই দল ইরান ও নিউজিল্যান্ড।
স্বাগতিক দল মেক্সিকো দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাষ্ট্র প্যারাগুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে। আরেক আয়োজক কানাডার প্রথম ম্যাচ নর্দার্ন আয়ারল্যান্ড, ইতালি, ওয়েলস ও বসনিয়া হার্জেগোভিনার মধ্যে যে কোনো একটি দলের বিপক্ষে।
গ্রুপ এ : মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, কোরিয়া রিপাবলিক, ডেনমার্ক/নর্থ মেসিডোনিয়া/চেক রিপাবলিক/রিপাবলিক অব আয়ারল্যান্ড
গ্রুপ বি : কানাডা, নর্দার্ন আয়ারল্যান্ড/ইতালি/ওয়েলস/বসনিয়া, কাতার, সুইজারল্যান্ড।
গ্রুপ সি : ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড।
গ্রুপ ডি : যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, তুরস্ক/রোমানিয়া/স্লোভাকিয়া/কসোভো।
গ্রুপ ই : জার্মানি, কুরাসাও, ইকুয়েডর, আইভরি কোস্ট।
গ্রুপ এফ : নেদারল্যান্ডস, জাপান, ইউক্রেন/সুইডেন/পোল্যান্ড/আলবেনিয়া, তিউনিসিয়া।
গ্রুপ জি : বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড।
গ্রুপ এইচ : স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে।
গ্রুপ আই : ফ্রান্স, সেনেগাল, ইরাক/বলিভিয়া/সুরিনাম, নরওয়ে।
গ্রুপ জে : আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান।
গ্রুপ কে : পর্তুগাল, কঙ্গো/জ্যামাইকা/নিউ ক্যালেডোনিয়া, উজবেকিস্তান, কলম্বিয়া।
গ্রুপ এল : ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা।
এফএইচএম/এমজে