বিশ্বকাপে গ্রুপ পর্বের যেসব ম্যাচে থাকবে বিশেষ নজর

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। ১২ গ্রুপে চারটি করে দল নামছে ফুটবলের মহাযজ্ঞে। গ্রুপ পর্বে মোট ৭২টি ম্যাচ হবে। বিশ্ব ফুটবলের পরাশক্তিরা দাপট দেখাতে চাইবে। তবে এই পর্বে বিশেষ নজর থাকবে ছয়টি ম্যাচকে ঘিরে।
ব্রাজিল বনাম মরক্কো- সি গ্রুপ
এ গ্রুপে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। দুই দিন পর ১৩ জুন প্রথম রাউন্ডের অন্যতম সেরা ম্যাচ হবে: ব্রাজিল ও মরক্কো সি গ্রুপের প্রথম ম্যাচ খেলবে।
দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাই পঞ্চম স্থানে থেকে শেষ করেছিল ব্রাজিল। কিন্তু কার্লো আনচেলত্তি আসার পর প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে গড়া স্কোয়াড দুর্বার গতিতে ছুটছে। নেইমার যোগ দিলে তাদের শক্তি আরও বাড়বে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে মরক্কোর র্যাংকিংয়ে তফাত বিশাল। পাঁচে ব্রাজিল, ৬৪তম মরক্কো। তবুও এই ম্যাচ বিশেষ নজরে থাকার কারণ, গত বিশ্বকাপে মরক্কো সেমিফাইনালে খেলেছিল। আর শেষ দেখায় আফ্রিকান দলটির কাছে ২-১ গোলে হেরেছিল ব্রাজিল। মরক্কোর তারকা স্ট্রাইকার আশরাফ হাকিমিকে নিয়ে সতর্ক থাকতে হবে ব্রাজিলকে।

নেদারল্যান্ডস বনাম জাপান- এফ গ্রুপ
১৪ জুন নেদারল্যান্ডস তাদের এফ গ্রুপের প্রথম ম্যাচ খেলবে জাপানের সঙ্গে। ম্যাচটি হবে ডালাস স্টেডিয়ামে। ভার্জিল ফন ডাইকের নেতৃত্ব ও রোনাল্ড কোমানের কোচিংয়ে ডাচরা উয়েফা বাছাইয়ের গ্রুপে সম্ভাব্য ২৪ পয়েন্টের মধ্যে ২০ পয়েন্ট পেয়ে শীর্ষে ছিল। আর জাপান সবার আগে এই টুর্নামেন্টের টিকিট কেটেছিল। মহাদেশীয় বাছাইয়ে তারা ছয় ম্যাচ জিতেছে, ড্র একটি। এই প্রতিযোগিতায় জাপানিরা এক গোল খেয়ে করেছে ২৪ গোল।
ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া- এল গ্রুপ
গ্রুপ এল-এর প্রথম ম্যাচ ১৭ জুন টরন্টো স্টেডিয়ামে। ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া মুখোমুখি হবে। বাছাইপর্বে শতভাগ রেকর্ড ধরে রেখে বিশ্বকাপ নিশ্চিত করেছিল ইংলিশরা, কোনো গোল হজম করেনি। ২০১৮ বিশ্বকাপে রাশিয়াতে সেমিফাইনালে বলকান অঞ্চলের দেশটির কাছে হারের শোধ নিতে মুখিয়ে থাকবে থমাস টুখেলের দল।
স্পেন বনাম উরুগুয়ে- সি গ্রুপ
গ্রুপ পর্বের সেরা ম্যাচ বলা হচ্ছে স্পেন ও উরুগুয়ের লড়াইকে। দুই হেভিওয়েট এইচ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে ২৬ জুন। গত বছরের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন বাছাইপর্বে কেবল দুটি পয়েন্ট হারিয়েছিল। তাদের দলে আছে লামিনে ইয়ামালের মতো প্রতিভাবান তারকা। অন্যদিকে সহজে বাছাইপর্ব উতরে যাওয়া মার্সেলো বিয়েলসার দল এই ম্যাচে তীব্র লড়াইয়ের জন্য প্রস্তুতি নেবে।

ফ্রান্স বনাম নরওয়ে- আই গ্রুপ
কিলিয়ান এমবাপে বনাম আর্লিং হালান্ড- ফ্রান্স ও নরওয়ের ম্যাচকে এভাবেও বলা যায়। বোস্টনে আই গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। রাশিয়ায় ২০১৮ সালের শিরোপা জয়ী ও ২০২২ সালে রানার্সআপ ফ্রান্স। দৃঢ় ভিতের ওপর দাঁড়িয়ে বিশ্বকাপে তারা ধারাবাহিকভাবে সাফল্য পেয়ে আসছে। অন্যদিকে নরওয়ে বিশ্বকাপ বাছাইয়ে ছিল অদম্য। গ্রুপে ইতালিকে দুইবার উড়িয়ে দিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার ঝুঁকিতে ফেলেছিল ভাইকিংরা। শতভাগ সাফল্য ধরে রেখে ৫৮ বছর পর বিশ্বকাপে ফিরেছে নরওয়ে। হালান্ডের সঙ্গে মার্টিন ওডেগার্ডের মতো খেলোয়াড়কে নিয়ে দুইবারের ফাইনালিস্টের সামনে বুক ফুলিয়ে দাঁড়াবে দলটি।
এফএইচএম/