আর্জেন্টিনাসহ যেসব দেশ সুবিধা পাবে বিশ্বকাপের সূচিতে

ড্র-ফিকশ্চার সম্পন্ন, আর মাত্র ৬ মাস পরই যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ২০২৬ বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে। ৪৮ দলের এই আসরে ম্যাচ হবে ১০৪টি। বোঝাই যাচ্ছে– কতটা ঠাসা সূচিতে বুঁদ হতে যাচ্ছে ফুটবলবিশ্ব। এমন মেগা ইভেন্টে আয়োজক দেশের নানা সুবিধা-অসুবিধা, ম্যাচের ভেন্যু ও সূচি নিয়ে নানা জল্পনা-কল্পনা চলে। কে কতটা পথ ভ্রমণ করবে, কোন দল তুলনামূলক সুবিধা পাচ্ছে সেই হিসাব এসেছে এবারও।
আসন্ন বিশ্বকাপের গ্রুপপর্বের সূচি অনুযায়ী কোন দল কখন-কোথায় খেলবে সেটি নিশ্চিত। টুর্নামেন্টে ফাইনাল পর্যন্ত ফিকশ্চার চূড়ান্ত হলেও, গ্রুপপর্বের পরবর্তী লড়াইয়ে কারা থাকছে, সেটি এখনই বলা যাচ্ছে না। যেসব দল গ্রুপপর্বে পরপর দুটি ম্যাচ একই ভেন্যুতে খেলবে, তাদের স্বাভাবিকভাবেই ম্যাচের মাঝে ভ্রমণের প্রয়োজন হবে না। ২০২৬ বিশ্বকাপে এমন সুবিধা পাবে অন্তত ১৪টি দেশ। এই তালিকায় আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও।
১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত তিনটি দেশের ১৬ ভেন্যুতে হবে বিশ্বকাপের ১০৪ ম্যাচ। অথচ আগের আসরগুলোয় সর্বোচ্চ ম্যাচ হয়েছে ৬৪টি করে। ১২ গ্রুপে ভাগ হয়ে খেলবে প্রতিযোগী দলগুলো। গ্রুপপর্ব থেকে শীর্ষ দুটি দল যাবে রাউন্ড অব ৩২–এ। বাকি ৮টি স্লট পূর্ণ হবে গ্রুপপর্বের লড়াইয়ে তৃতীয় স্থানে থাকা সেরা ৮ দল নিয়ে। এরপর ক্রমান্বয়ে রাউন্ড অব সিক্সটিন, ৮ দলের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ১৯ জুলাই ফাইনাল অনুষ্ঠিত হবে।
গ্রুপপর্বের সূচিতে সুবিধা পাবে যেসব দেশ
- দক্ষিণ কোরিয়া তাদের প্রথম দুই ম্যাচ খেলবে গুয়াদালাজারায়
- কানাডা দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ খেলবে ভ্যাঙ্কুভার, ব্রিটিশ কলাম্বিয়ায়
- স্কটল্যান্ড প্রথম দুই ম্যাচ খেলবে ফক্সবরোতে
- প্যারাগুয়ে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ খেলবে সান্তা ক্লারায়
- তিউনিসিয়া প্রথম দুই ম্যাচ খেলবে মন্টেরেতে
- ইরান প্রথম দুই ম্যাচ খেলবে ইংঙ্গলউডে
- নিউজিল্যান্ড দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ খেলবে ভ্যাঙ্কুভারে
- স্পেন প্রথম দুই ম্যাচ খেলবে আটালান্টায়
- উরুগুয়ে প্রথম দুই ম্যাচ খেলবে মায়ামি গার্ডেন্সে
- সেনেগাল প্রথম দুই ম্যাচ খেলবে ইস্ট রাদারফোর্ডে
- আর্জেন্টিনা দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ খেলবে আরলিংটনে
- জর্ডান প্রথম দুই ম্যাচ খেলবে সান্তা ক্লারায়
- পর্তুগাল প্রথম দুই ম্যাচ খেলবে হিউস্টনে
- পানামা প্রথম দুই ম্যাচ খেলবে টরন্টোতে
প্রসঙ্গত, দুই ঘণ্টারও বেশি সময় ফিফা বিশ্বকাপ ড্রয়ের পর চূড়ান্ত হয় গ্রুপের প্রতিপক্ষ। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ব্রাজিল সহজ গ্রুপে পড়েছে। ‘সি’ গ্রুপে ব্রাজিল পেয়েছে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডকে। আর্জেন্টিনার ‘জে’ গ্রুপে প্রতিপক্ষ অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান। ব্রাজিল তাদের প্রথম ম্যাচ খেলবে মরক্কোর (১৪ জুন) সঙ্গে। ১৯৯৮ সালের বিশ্বকাপেও দুই দলের গ্রুপে দেখা হয়েছিল, ৩-০ গোলে জিতেছিল সেলেসাওরা। আর বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রথম ম্যাচ আলজেরিয়ার (১৭ জুন) বিপক্ষে।
এএইচএস