রামোসের ‘উত্তরসূরী’ দলে টানল রিয়াল?

রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়নের আলাপটা ঠিক পথে এগোচ্ছে না সার্জিও রামোসের। এরই মধ্যে ইউরোপীয় সংবাদ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে আরেক অভিজ্ঞ বায়ার্ন মিউনিখ ডিফেন্ডার ডেভিড আলাবার রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার খবর। যা ইঙ্গিত দিচ্ছে রামোসের রিয়াল মাদ্রিদ অধ্যায়ের ইতির দিকেই!
রামোস আর আলাবা দুজনের চুক্তি আসছে জুনে শেষ হয়ে যাবে। এরপর ‘ফ্রি এজেন্ট’ হিসেবে চাইলে যে কোনো ক্লাবে যেতে পারবেন দু’জনে। রিয়াল মাদ্রিদ বায়ার্নের ২৮ বছর বয়সী অস্ট্রিয়ান ডিফেন্ডারকে দলে ভেড়ানোর জন্যে বেছে নিয়েছে সে সময়টাকে।
ইউরোপীয় দলবদল বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো জানাচ্ছেন, রিয়ালে যোগ দেয়ার জন্যে প্রাক-চুক্তিতে ইতোমধ্যেই সম্মতি দিয়েছেন আলাবা। আসছে কিছুদিনে মেডিক্যাল সম্পন্ন করার পরই আসবে চূড়ান্ত ঘোষণা। আসছে মৌসুমে রিয়ালে ‘ফ্রি এজেন্ট’ হিসেবে যোগ দেবেন তিনি।
চুক্তিটা ‘প্রায়’ হয়ে গেছে, জানাচ্ছে স্প্যানিশ ক্রীড়াদৈনিক মার্কাও! স্প্যানিশ গণমাধ্যমটি আরও জানাচ্ছে, লিভারপুল, পিএসজির চেষ্টা ছিলো তাকে দলে ভেড়ানোর, বায়ার্নও মৌসুমপ্রতি ১৪ মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে দলে রাখতে রাজি ছিল; কিন্তু আলাবা শেষমেশ বেছে নিয়েছেন রিয়ালকেই।
তবে যে ব্যাপারটি রিয়ালে তার যোগ দেয়ার ফলে রামোস-অধ্যায় শেষের দিকে ইঙ্গিত করছে তা হচ্ছে আলাবার বেতন। বায়ার্নের ১৪ মিলিয়নের প্রস্তাব প্রত্যাখ্যান করলেও আলাবা রিয়ালে যোগ দিচ্ছেন কর পরিশোধের পর ১২ মিলিয়ন ইউরোর বিনিময়ে। সমপরিমাণ অর্থ রিয়াল অধিনায়ক সার্জিও রামোসও প্রতি মৌসুমে আয় করতেন দল থেকে।
রিয়াল মাদ্রিদ থেকে দুই বছরের চুক্তি চেয়েছিলেন রামোস যাতে তিনি চেয়েছিলেন বর্তমান চুক্তির সমপরিমাণ অর্থ। কিন্তু রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ তাদের নীতি থেকে সরে আসতে নারাজ। ৩০ এর উর্ধ্বে খেলোয়াড়দের জন্যে সাধারণত ১ মৌসুমের জন্য চুক্তি করে থাকে রিয়াল কর্তৃপক্ষ। তার উপর ৩৪ বছর বয়সী রামোসকে ফি মৌসুম ১২ মিলিয়ন ইউরো দিতেও সম্মত ছিল না বোর্ড। যারই ফলে আটকে গেছে রামোসের চুক্তি নবায়ন।
এরপর একই বেতনে তার চেয়ে কম বয়স্ক অথচ অভিজ্ঞ ডিফেন্ডার আলাবাকে একই বেতনে দলে ভেড়ানোটা ইঙ্গিত দিচ্ছে রামোসের রিয়াল অধ্যায় শেষের দিকেই। যদিও স্কাই স্পোর্টস প্রতিবেদক রোমানো জানাচ্ছেন, আলাবার রিয়ালে যোগ দেয়ায় ‘সরাসরি’ যোগ নেই রামোসের চুক্তি নবায়ন আটকে যাওয়ার সঙ্গে!
এনইউ/এটি