ভক্তের আবদার মেটালেন মেসি

Dhaka Post Desk

স্পোর্টস ডেস্ক

০৬ অক্টোবর ২০২১, ১১:৪৭ এএম


ভক্তের আবদার মেটালেন মেসি

অডিও শুনুন

লিওনেল মেসির সঙ্গে একটি ছবি কিংবা তার একটা অটোগ্রাফ। অথবা একবার তাকে ছুঁয়ে দেখতে পারা। যেকোনো ভক্তের জন্যই এটি নিশ্চয়ই বিশেষ কিছু। ভক্তদের স্বপ্নপূরণে অনেকবারই মেসির এগিয়ে যাওয়ার কথা শোনা গেছে। 

এবার তেমনই এক কাজ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। মঙ্গলবার দুই পিএসজি সতীর্থ আনহেল ডি মারিয়া ও লিয়ান্দ্রো পারেদেসকে নিয়ে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন মেসি। ব্যক্তিগত বিমানে চড়ে ইজেজা বিমানবন্দরে নামেন তিনি। 

এয়ারপোর্টে নামার পরই ডাক আসে এক ভক্তের। ‘লিও, আমরা মাত্র দুজন’ বলে মেসিকে গেটের কাছে আসতে বলেন তিনি। তার ডাক ভেতর থেকে শুনতে পান আর্জেন্টাইন অধিনায়ক। পরে মেসি এসে তাদের আবদার মেটান।

ছবি তুলেন, অটোগ্রাফ দেন টি-শার্টে। তখন ওই দুই দুই ভক্ত জানান, ভোর চারটা থেকে মেসির জন্য অপেক্ষা করছেন তারা। সকালের নিঃস্তব্ধতায় তাদের ডাক শুনতে পেয়েছিলেন মেসি। এখন তাদের কষ্ট নিশ্চয়ই সফল হয়েছে। 

এমএইচ/এটি

Link copied